গেল বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। সিলেটের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই টুর্নামেন্ট বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল। সবমিলিয়ে গত আসর সফলভাবেই আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদেরও চাওয়া ছিল চলতি বছরও যেন মাঠে গড়ায় এই টুর্নামেন্ট।
সেই চাওয়া পূরণ হয়েছে ক্রিকেটারদের। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ সেপ্টেম্বরে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। আসন্ন এনসিএল টি-টোয়েন্টির পরে চারদিনের এনসিএল মাঠে গড়াবে। তবে নতুন করে এবার যুক্ত হচ্ছে আরো দুই ভেন্যু। সবমিলিয়ে তিন মাঠে হবে এবারের এনসিএল।
এদিকে সবশেষ এনসিএলে অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা ছিলেন। তবে এবারের আসরে থাকবেন না যুবা দলের কোনো ক্রিকেটাররা। কেননা চলতি মাসেই ইংল্যান্ড সফরে যাবে দলটি। পাঁচটি একদিনের ম্যাচ খেলে এরপর ১৬ সেপ্টেম্বরে দেশে ফিরে আসবে দল। ফেরার পর বিশ্রামে থাকবেন কিছুদিন। এরপর নভেম্বরে রয়েছে এশিয়া কাপ, এরপর জানুয়ারিতে যুব বিশ্বকাপ।
মূলত ক্রিকেটারদের এই সময়ে ওভারলোডের কথা চিন্তা করে এবারের টি-টোয়েন্টি আসরে দেখা যাবে না কোনো যুবাদের। গেল আসরে আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরার, ইকবাল হোসেন ইমন, সামিউন বশির রাতুলরা খেলেছিলেন। টি-টোয়েন্টি ফরম্যাটে না খেললেও তারা চারদিনের এনসিএল ম্যাচে খেলবেন কিনা সেটা পরে সিদ্ধান্ত হবে।
এমকে/টিকে