৪৮ দলকে নিয়ে ক্লাব বিশ্বকাপের পরবর্তী আসর আয়োজনের চেষ্টা চলছে। সেই সঙ্গে এই টুর্নামেন্ট চার বছরের পরিবর্তে এবার দুই বছর অন্তর আয়োজনের দাবি তুলেছে রিয়াল মাদ্রিদ। পাশে পেয়েছে বার্সেলোনা, ম্যানইউ, লিভারপুল ও নাপোলিকে। তবে সিদ্ধান্তে এখনও একমত নয় ফিফা ও উয়েফা।
প্রথমবারের মতো ৩২ দল নিয়ে নতুন আঙ্গিকে যুক্তরাষ্ট্রে বসেছিল ফিফা ক্লাব বিশ্বকাপ। নানা বিতর্ক থাকলেও বানিজ্যিকভাবে সফল হয়েছিল জিয়ান্নি ইনফান্তিনোর বিলিয়ন ডলারের স্বপ্নের প্রজেক্ট।
যদিও আসরটা ভালো যায়নি টুর্নামেন্টে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদের জন্য। তবে ফিফার এই মডেল মনে ধরেছে লস ব্লাঙ্কোস বস ফ্লোরেন্তিনো পেরেজের। তার স্বপ্নের ইউরোপিয়ান সুপার লিগের সঙ্গে মিল থাকায় ক্লাবের পক্ষ থেকে দিয়েছেন নতুন প্রস্তাব।
গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী, চার বছরের পরিবর্তে প্রতি দুই বছর অন্তর ক্লাব বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবে সায় দিয়েছে ফিফা। একমত হয়েছে লা লিগার বার্সেলোনা, প্রিমিয়ার লিগের লিভারপুল ও সিরি আ চ্যাম্পিয়ন নাপোলির মতো ক্লাবগুলো। বাস্তবায়ন হলে দলও বাড়বে ৩২ এর পরিবর্তে খেলবে ৪৮ ক্লাব।
সেটা ২০২৯ সাল থেকেই হতে পারে। তবে ২০২৭ সালে নতুন করে ক্লাব বিশ্বকাপ যোগ করার সুযোগ নেই। কারণ সে সময় পর্যন্ত বৈশ্বিক ফুটবল ক্যালেন্ডার চূড়ান্ত হয়ে গেছে। তবে ফিফার বড় চ্যালেঞ্জ ফুটবলারদের সংগঠনকে পক্ষে আনা। কেননা ফুটবলারদের ওয়ার্কলোড নিয়ে সরব ফিফপ্রো। এরই মধ্যে ফিফার বিরুদ্ধে অন্যায়ভাবে ক্ষমতা প্রয়োগের অভিযোগ এনেছে পেশাদার ফুটবলারদের সংগঠনটি।
ক্লাব ফুটবল নিয়ে ফিফার এমন তৎপরতাকে ভালোভাবে দেখছে না বিভিন্ন লিগের শীর্ষ কর্তারা। ফিফাকে আন্তর্জাতিক ফুটবলে মনোযোগী হতে বলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী।
ইপিএলের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স বলেন, ফিফা গঠন করা হয়েছে ফুটবলের বৈশ্বিক আসর এবং আন্তর্জাতিক পর্যায় সামলানোর জন্য। ক্লাব বিশ্বকাপের সিদ্ধান্ত তাদের না নিলেও চলবে।
এখনও প্রস্তাবে সীমাবদ্ধ থাকলেও ৪৮ দলের ২০২৯ ক্লাব বিশ্বকাপ আয়োজনের আগ্রহ দেখিয়েছে কাতার, স্পেন ও মরক্কো।
টিকে/