আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আভাস দিলেন ভিরাট কোহলি। সোমবার (১৮ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুশীলনের একটি ছবি ছড়িয়ে পড়তেই সমর্থকদের মধ্যে জোরালো আলোচনার ঝড় উঠেছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে ভারতীয় এই মহাতারকাকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। ইতিমধ্যেই টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন তিনি। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকায় সমর্থকদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছিল। তবে নতুন ছবিতে বিরাটকে ট্রেনিংয়ের পোশাকে দেখা গেছে, যা ইঙ্গিত দিচ্ছে যে তিনি আবারও ফিটনেস ফিরিয়ে আনার চেষ্টায় মনোযোগী।
বর্তমানে স্ত্রী আনুশকা শর্মা ও পরিবারের সঙ্গে লন্ডনে রয়েছেন বিরাট। সেখানেই এক ভক্তের সঙ্গে তোলা ছবিতে তার এই প্রস্তুতির আভাস মেলে। মুহূর্তের মধ্যেই ছবিটি ভাইরাল হয় এবং সমর্থকদের উচ্ছ্বাসে ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। নেটিজেনদের মন্তব্য, ‘আরে বিরাট বেঁচে রয়েছেন, অনুশীলনও করছেন!’
এর আগে লন্ডনের রাস্তায় বিরাট ও আনুশকার একটি ভিডিওও ছড়িয়ে পড়েছিল। সাদামাটা পোশাকে, সাধারণ মানুষের মতো সময় কাটাতে দেখা যায় তাঁদের। ভিডিওটি ঘিরে নেটপাড়ায় দ্বিধা তৈরি হলেও এবার নতুন ছবি ক্রিকেটপ্রেমীদের আশা জাগিয়েছে যে কোহলি ক্রিকেটের সঙ্গ ছিন্ন করেননি।
যদিও এখনই মাঠে নামার সম্ভাবনা নেই। আগামী মাস দুয়েক বিরাটকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না। এশিয়া কাপ দিয়ে ভারত নিজেদের পরবর্তী অভিযান শুরু করবে। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে। তবে অক্টোবর মাসে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে ম্যাচে বিরাট কোহলিকে আবারও ভারতের জার্সিতে দেখা যেতে পারে তাকে।
ইএ/টিকে