২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া ভারতের ম্যাচের শেষ ওভারে ডেভিড মিলারের শট বাউন্ডারির কাছে ধরে নেন সূর্যকুমার যাদব। এবার সেই অভিজ্ঞ ক্যাচকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার অম্বাতি রাইডু।
সম্প্রতি সূর্যের সেই ক্যাচ নিয়ে শুভঙ্কর মিশ্রের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার অম্বাতি রায়ডু। সেখানে তিনি বলেন, ফাইনালে সূর্যকুমারের ক্যাচের আগে বাউন্ডারির দড়ি পিছিয়ে রাখা হয়েছিল। সেই বিশ্বকাপে রাইডু ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন। তার দাবি, চোখের সামনে সেই ঘটনা দেখেছিলেন তিনি।
রাইডু বলেন, ফাইনালে বিরতির সময় সম্প্রচারকারী চ্যানেল বাউন্ডারির কাছে চেয়ার বসানোর কারণে বাউন্ডারির দড়ি কিছুটা সরানো হয়েছিল। পরে সেটা আগের অবস্থায় ফেরানো হয়নি, যা দর্শক ও ধারাভাষ্যকারদের কাছে কিছুটা বড় বাউন্ডারির অনুভূতি দিয়েছিল। রাইডু স্পষ্ট করেছেন যে, অভিযোগ ভারতের দলের দিকে নয়, এটি সম্প্রচারকারী চ্যানেলের জন্য।
তবে রাইডু সূর্যকুমারের ক্যাচকে নিখুঁত হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, সৌর্যের দৌড়ে ক্যাচ নেয়ার এবং নিজের ভারসাম্য ধরে রাখার কাজ অসাধারণ ছিল। ওই ম্যাচে ঈশ্বর আমাদের পাশে ছিলেন।
রাইডুর এই মন্তব্য ইতোমধ্যেই বিতর্ক সৃষ্টি করেছে। বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা অভিযোগ না করলেও পাকিস্তান ও বাংলাদেশের সমর্থকদের মধ্যে এই ঘটনায় প্রশ্ন ওঠে, কিছু মানুষ মনে করেন বাউন্ডারির দড়ি সরানো হয়েছিল বা সূর্যের পা বাউন্ডারিতে লেগেছিল।
ইএ/টিকে