সাদিও মানের গোলে ম্যাচের ১০ মিনিটেই লিড নেয় আল নাসর। তবে ১৬ মিনিটেই স্টিভেন বারউইনের গোলে সমতা ফেরায় আল ইত্তিহাদ। ২৫ মিনিটে আরও বড় ধাক্কা খায় আল নাসর। লাল কার্ড দেখে মানে মাঠ ছাড়লে ১০ জনের দল হয়ে যায় নাসর। তবে সেখান থেকে দারুণ প্রতিরোধ দেখিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। ১০ জনের দল নিয়েই দ্বিতীয়ার্ধে লিড নেয় তারা। ম্যাচের শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখে ফাইনাল নিশ্চিত করে নাসর।
হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সৌদি সুপার লিগের প্রথম সেমিফাইনাল ম্যাচ। সেখানে করিম বেনজেমার ইত্তিহাদকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে রোনালদোর আল নাসর।
আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে আল আহলি এবং আল কাদেসিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। সেখানেই নির্ধারিত হবে ফাইনালে কারা হচ্ছে আল নাসরের প্রতিপক্ষ।
এসএস/টিএ