দারুণ ফর্মে থাকলেও এশিয়া কাপের দলে নেই আইয়ার, প্রশ্ন তুললেন সাবেকরা

আইপিএলের ২০২৪ আসরে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জিতিয়েছিলেন শ্রেয়াস আইয়ার। তবুও ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে তিনি প্রাপ্য মূল্যায়ন পাননি বলে অভিযোগ রয়েছে। এরপর ভারতের ঘরোয়া লিগ মুস্তাক আলি ট্রফিতে চ্যাম্পিয়ন এবং আইপিএলের নতুন মৌসুমে পাঞ্জাব কিংসকে তুলেছিলেন ফাইনালে। এমনকি ব্যাট হাতে ১৭৫ স্ট্রাইকরেটে ৬০৪ রান করা আইয়ারের জায়গা মেলেনি এশিয়া কাপের ভারতীয় স্কোয়াডে।

গতকাল (মঙ্গলবার) এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল ভারত। যেখানে বাদ পড়াদের মধ্যে আলোচিত নাম আইয়ার ও যশস্বী জয়সওয়াল। এর মধ্যে জয়সওয়াল স্ট্যান্ডবাই তালিকায় থাকলেও, সেখানেও জায়গা হয়নি তার অপর সতীর্থের। আইয়ারকে বাদ দেওয়ার খুব একটা ব্যাখ্যা নেই ভারতীয় নির্বাচক অজিত আগারকারের কাছে, ‘শ্রেয়াসের সুযোগ না পাওয়াটা ওর দোষ নয়, এমনকি আমাদেরও দোষ নয়। দলে ১৫ জনই থাকতে পারে। এর বেশি ক্রিকেটারকে রাখার সুযোগ নেই। ওকে কার জায়গায় নেওয়া যেত!’

আইয়ারের মতো জয়সওয়ালও সর্বশেষ আইপিএলে ১৪ ম্যাচে ৪৩ গড়ে ৫৫৯ রান করেন, স্ট্রাইকরেট ছিল ১৫৯.৭১। জাতীয় দলেও তার ব্যাট ম্লান ছিল না। তবে ওপেনারদের প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছেন জয়সওয়াল। আগারকার বলেন, ‘যশস্বীর দলে না থাকা দুর্ভাগ্যজনক। অভিষেকের পারফরম্যান্স উপেক্ষা করা কঠিন ছিল। আমরা টি-টোয়েন্টিতে ওর পারফরম্যান্স জানি। পাশাপাশি অভিষেক বলও করতে পারে। যা অধিনায়কের হাতে অতিরিক্ত বিকল্প দেয়। ওদের দু’জনের মধ্যে একজনকে বসতেই হতো।’



আইয়ারের বাদ পড়া ‘দুঃখজনক ও অন্যায্য’ বলে নিজের ইউটিউব চ্যানেল অ্যাশ কি বাত-এ উল্লেখ করেছেন রবিচন্দ্রন অশ্বিন, ‘শ্রেয়াস আইয়ারের মতো একজন ক্রিকেটারের আর কী করার ছিল? দলে ফিরে এসে সে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছে।

শুভমান গিল ফর্মে আছে ঠিকই, তবে শ্রেয়াসও দারুণ খেলছে। এই প্রশ্নগুলোর জবাব কে দেবে? সে কী ভুল করেছে? কেকেআরকে জিতিয়েছে, পাঞ্জাবকে ফাইনালে তুলেছে, দুর্বলতাও কাটিয়েছে শর্ট বলে। রাবাদা আর বুমরাহদের সহজেই খেলেছে। তার জন্য আমি ভীষণ দুঃখিত। শ্রেয়াস আর যশস্বীর প্রতি এটা একেবারেই অন্যায়।’

ভারতের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে ফরম্যাটটিতে ২৬ ম্যাচ খেলেছেন আইয়ার। যেখানে সাত ফিফটি ও এক সেঞ্চুরিতে প্রায় ৫০ গড় এবং ১৭৯.৭৩ স্ট্রাইকরেটে ৯৪৯ রান করেছেন। তবুও তার এশিয়া কাপের স্কোয়াডে না থাকায় হতাশ ইরফান পাঠান। সাবেক এই ভারতীয় অলরাউন্ডার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লেখেন, ‘শ্রেয়াস আইয়ার কেবল টি-টোয়েন্টি দলেই নয়, নেতৃত্বের গ্রুপেও যে সে অনুপস্থিত আমার এ নিয়ে কোনো দ্বিধা নেই। এই মুহূর্তে ধৈর্যই তার জন্য প্রধান হাতিয়ার।’

অন্যদিকে, আইয়ারকে না নেওয়ার সিদ্ধান্তে স্বজনপ্রীতির অভিযোগ তুললেন ভারতের সাবেক সহকারী কোচ অভিষেক নায়ার, ‘আমার একটা বিষয় জানার ইচ্ছা– কীভাবে আপনাদের রিজার্ভ খেলোয়াড়ের তালিকায়ও সে (আইয়ার) নেই? অথচ বলছেন সে শক্তিশালী প্রতিযোগী ছিল।

মাঝেমধ্যে নির্বাচকদের সভা ও আলোচনাকে খুব মজার মনে হয়। কিন্তু আমি বুঝতে পারছি না, ২০ জনের তালিকায়ও কীভাবে আইয়ারের জায়গা হয় না। তার মানে হয়তো তাকে টি-টোয়েন্টির দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে না। সম্ভবত আইয়ার অন্য কারও চেয়ে কিছুটা কম পছন্দের!’

এমআর/এসএন  

Share this news on:

সর্বশেষ

img
দুদকের আরও এক উপ-পরিচালক সাময়িক বরখাস্ত Aug 20, 2025
img
সম্পর্ক ভেঙে যাওয়ার ঘোষণা, নিউক্যাসলকে ইসাকের কড়া বার্তা Aug 20, 2025
img
মহাখালীর সাততলা বস্তিতে আগুন, যানজটে আটকা ফায়ার সার্ভিসের গাড়ি Aug 20, 2025
img
উভকামী নিয়ে মন্তব্যে ফের বিতর্কে স্বরা ভাস্কর Aug 20, 2025
img
অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তার পদোন্নতির সুপারিশ করেছে মন্ত্রণালয় Aug 20, 2025
img
৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা Aug 20, 2025
img
কারিগরির উপবৃত্তি সেলের নামে প্রতারণার ফাঁদ, সতর্কতা অধিদপ্তরের Aug 20, 2025
img
‘ধূমকেতু’র সাফল্যের মাঝেই মুম্বাইয়ে বৃষ্টির রঙে রঙিন শুভশ্রী Aug 20, 2025
img
কিংবদন্তি শিলটনকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান গোলরক্ষক Aug 20, 2025
img
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল Aug 20, 2025
img
রজনী-কমলকে একসঙ্গে আনার স্বপ্নে লোকেশ কানাগরাজ Aug 20, 2025
img
ভারত মস্কোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানাল রাশিয়া Aug 20, 2025
img
কয়লাখনির পটভূমিতে আসছে শ্রুতি-আরাত্রিকার জোয়ার ভাঁটা Aug 20, 2025
img
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে Aug 20, 2025
img
অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক মঞ্চে মৌ Aug 20, 2025
img
লাল নয়, ২০২৬ বিশ্বকাপে নীল জার্সিতে দেখা যাবে ব্রাজিলকে! Aug 20, 2025
img
যেদিকে হাত দেই সেদিকেই সমস্যা: রিজওয়ানা Aug 20, 2025
img
৭২ বছর বয়সেও বন্ড হতে চান পিয়ার্স ব্রসনন Aug 20, 2025
img
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব দলের একসঙ্গে বসা উচিত: ডা. তাহের Aug 20, 2025
img
নতুন প্রজন্মের কাছে দাম্পত্য জীবন উদাহরণ জাহিদ-মৌ Aug 20, 2025