আসন্ন হল সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

একমাত্র ছাত্র সংগঠন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি ঢাবির ১৮টি হলে নিজেদের সমর্থিত প্রার্থীদের তালিকা প্রকাশ করে। 

ঘোষিত প্যানেলে দেখা গেছে, ভিপি, জিএস ও এজিএসসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংশ্লিষ্ট হল কমিটির নেতৃত্বে থাকা নেতারা। তবে প্যানেলে স্থান না পাওয়া অনেক নেতাকে হতাশাজনকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে।

হল সংসদে নির্বাচনের প্যানেল ঘোষণা পর সূর্য সেন হল শাখা ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশু এক ফেসবুক পোস্টে লেখেন, “পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, এশিরিয়া ধুলো আজ, ব্যাবিলন ছাই হয়ে আছে।”

জুলাইয়ে ছাত্রদলের সম্মুখ সারির যোদ্ধা ও ঢাবি শাখা ছাত্রদলের সহ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক তার ফেসবুকে জুলাই আন্দোলন ও ছাত্রদলের প্রোগ্রামের ছবি শেয়ার দিয়ে লেখেন, “কিছু মানুষ মরে যায় পঁচিশে।”

হল সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেলে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. জাহিদুল ইসলাম, জিএস পদে জোবায়ের হোসেন এবং এজিএস পদে রিজভী আলম। কবি জসীমউদ্দীন হলে ভিপি পদে আছেন মো. আব্দুল ওহেদ, জিএস পদে সিফাত ইবনে আমিন এবং এজিএস পদে লড়বেন মোহতাসিম বিল্লাহ হিমেল। এ ছাড়া সূর্যসেন হলে ভিপি পদে মনোয়ার হোসেন প্রান্ত, জিএস পদে লিয়ন মোল্যা এবং এজিএস পদে সামিউল আমিন গালিবকে মনোনীত করা হয়েছে।

এদিকে শেখ মুজিবুর রহমান হলে ভিপি পদে সাইফ আল ইসলাম দীপ, জিএস পদে রিনভী মোশাররফ এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. আব্দুল্লাহ আজীম। একইভাবে বিজয় একাত্তর হলে ভিপি পদে সাজ্জাদ হোসেন, জিএস পদে মো. সাকিব বিশ্বাস এবং এজিএস পদে আছেন সুলতান মো. সাদমান সিদ্দীক। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ভিপি পদে হাসিবুর রহমান আসিফ, জিএস পদে নাজমুস সাকিব এবং এজিএস পদে হুমায়ন কবীরকে প্রার্থী ঘোষণা করেছে ছাত্রদল।

হাজী মুহম্মদ মুহসীন হলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবুজার গিফারী ইফাত, জিএস পদে মহিবুল ইসলাম আকন্দ এবং এজিএস পদে আছেন তানভীর আহমেদ জিয়াম। একইসঙ্গে স্যার এ এফ রহমান হলে ভিপি পদে লড়বেন রাকিবুল হাসান, জিএস পদে কাওসার হামিদ এবং এজিএস পদে মাহদীজ্জামান জ্যোতি। সলিমুল্লাহ মুসলিম হলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইমন মিয়া, জিএস পদে তাওহিদুল ইসলাম তাইমুন এবং এজিএস পদে সৈয়দ ইয়ানাথ ইসলাম। জগন্নাথ হলে ভিপি পদে পল্লব চন্দ্র বর্মণ, জিএস পদে সত্যজিৎ দাস এবং এজিএস পদে প্রসেনজিৎ বিশ্বাসকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ ছাড়া ফজলুল হক মুসলিম হলে ভিপি পদে লড়বেন শেখ রমজান আলী রকি, জিএস পদে হারুন খান সোহেল এবং এজিএস পদে রাজু চৌধুরী। অন্যদিকে শহীদুল্লাহ হলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আশিকুর রহমান, জিএস পদে রবিউল ইসলাম নাহিদ এবং এজিএস পদে আছেন জুনায়েদ আবরার। অমর একুশে হলে ভিপি পদে আসাদুল হক আসাদ, জিএস পদে শাহনোমান জিওন এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নূরুল আমিন তায়েব।

নারী শিক্ষার্থীদের হলগুলোর মধ্যে রোকেয়া হলে ভিপি পদে প্রার্থী হয়েছেন শ্রাবণী আক্তার, জিএস পদে আনিকা বিনতে আশরাফ এবং এজিএস পদে শ্রাবন্তী হাসান বন্যা। একইভাবে কবি সুফিয়া কামাল হলে ভিপি পদে লড়বেন তাসনিয়া জান্নাত চৌধুরী, জিএস পদে তাওহিদা সুলতানা এবং এজিএস পদে জাকিয়া সুলতানা আলো। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ভিপি পদে আছেন শারমিন খান, জিএস পদে জান্নাতুল ফেরদৌস পুতুল এবং সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেবিন মুস্তারী।

এ ছাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাদিয়া রশিদ চাঁদনী, জিএস পদে মালিহা বিনতে খান অবন্তী এবং এজিএস পদে আছেন জান্নাতুল ফেরদৌস ইতি। শামসুন নাহার হলে ভিপি পদে তায়েবা হাসান বিথী, জিএস পদে রাবেয়া খানম জেরিন এবং সংস্কৃতি সম্পাদক পদে সোহাগী জাহানকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মিস ইউনিভার্সের মঞ্চে প্রথমবার অংশ নিলেন ফিলিস্তিনি মডেল Aug 20, 2025
img
সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে এবারের চলচ্চিত্র বাছাই করা হয়েছে : তথ্য উপদেষ্টা Aug 20, 2025
img
সমালোচনা ও পদত্যাগ দাবিকে স্বাভাবিকভাবেই নিলেন ক্যাবরেরা Aug 20, 2025
img
যুবলীগ নেতা বাবর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা Aug 20, 2025
img
ভারতের মাটিতে আ. লীগের রাজনৈতিক কার্যালয়, কী বলছে দি‌ল্লি Aug 20, 2025
img
শখ নেই-খেলাধুলা করেন না, বিনোদনও নেন না সাবেক প্রতিমন্ত্রী Aug 20, 2025
img
মানুষ আড়ালের কষ্টটা বোঝে না, শুধু চাকচিক্য দেখে : মালাইকা Aug 20, 2025
img
নারী লাল দলকে ৮৭ রানে হারাল অনূর্ধ্ব-১৫ ক্রিকেটাররা Aug 20, 2025
img
খাদ্য নিয়ে কেউ দুর্নীতি করলে ছাড় দেয়া হবে না: খাদ্য উপদেষ্টা Aug 20, 2025
img
ডাকসু নির্বাচনের জন্য বৃহস্পতিবার পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন উমামা ফাতেমা Aug 20, 2025
img
কাজী নজরুল ইসলামকে নিয়ে প্রথম এআই গান তৈরি করল ভারত Aug 20, 2025
img
এসএসসি খাতা মূল্যায়নে অবহেলা, ৭১ শিক্ষক ৫ বছরের জন্য কালো তালিকাভুক্ত Aug 20, 2025
img
ভারতে অনুপ্রবেশকালে তিন বাংলাদেশি নাগরিক আটক Aug 20, 2025
img
জুলাই মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার প্রায় ২৫ শতাংশ Aug 20, 2025
img
সিলেটে সাদাপাথর লুটপাটে ১৩৭ জন জড়িত: তদন্ত প্রতিবেদন Aug 20, 2025
img
সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ে তোলা হবে: চসিক মেয়র Aug 20, 2025
img
ভুটানকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করল বাংলাদেশ Aug 20, 2025
img
এনবিআরের আরও ৩ কর্মকর্তাকে বদলি Aug 20, 2025
img
সালমানের আগে শাহরুখের নাম ভেবেছিলেন ‘সিকান্দার’ পরিচালক Aug 20, 2025
img
শাহরুখ-কাজলের সঙ্গে অভিনয় করা সেই দুই শিশুশিল্পী এখন কোথায়? Aug 20, 2025