ব্যবসা সূচক উন্নীত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান

ব্যবসা পরিচালনার সূচকে বাংলাদেশের অবস্থান উন্নীত করতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)সহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নবনিযুক্ত নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

সোমবার বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সাথে ডিসিসিআই এর সভাপতি ওসামা তাসীর এর নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যরা সাক্ষাৎ করতে আসলে এই আহ্বান জানানো হয় বলে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানায় ডিসিসিআই।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ব্যবসা পরিচালনার সূচকে বাংলাদেশের অবস্থান আশাব্যাঞ্জক নয়, এ অবস্থা হতে উত্তরণের জন্য বিডা ওয়ানস্টপ সার্ভিস চালুসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।

তিনি শিল্পায়নের ক্ষেত্রে উদ্যোক্তাদের অবশ্যই পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের দিকে খেয়াল রাখার ওপর জোরারোপ করেন। এছাড়াও অর্থনীতির উন্নয়নের গতিবেগ বাড়ানোর জন্য বাংলাদেশে উৎপাদিত পণ্যের বহুমুখীকরণের পাশাপাশি বর্তমান বৈশ্বিক পরিমণ্ডলের বিবেচনায় বিদ্যমান কোম্পানি আইনের সংস্কার এবং তথ্য-প্রযুক্তির সম্পর্কিত বিষয়সমূহ এতে অর্ন্তূভক্তিকরণ প্রয়োজন বলে মত প্রকাশ করেন বিডার চেয়ারম্যান।

ডিসিসিআই সভাপতি ওসামা তাসীর বলেন, ডুইং বিজনেস ইনডেক্স এ বাংলাদেশের অবস্থান উন্নয়নের জন্য বেসরকারি খাতে বিনিয়োগকে ৩২ শতাংশ থেকে ৩৫ শতাংশে উন্নীত করতে হবে, বর্তমানে যেটি রয়েছে ২৩.৪ শতাংশ।

তিনি জানান, ২০১৮ সালে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ছিল ৩.৬ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৭ সালে ছিল ২.৫৮ বিলিয়ন মার্কিন ডলার। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য অবকাঠামো উন্নয়ন, শিল্প-কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ, দক্ষ মানব সম্পদ তৈরি এবং প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো একান্ত আবশ্যক বলে তিনি মন্তব্য করেন।

বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি অর্থনীতিকে আরও সচল রাখার জন্য বাণিজ্য বিষয়ক সকল সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নয়ন, আমদানি-রপ্তানি নীতিমালাসহ প্রয়োজনীয় অন্যান্য নীতিমালার সংস্কার এবং আমলাতান্ত্রিক জটিলতা কমানোর উপর গুরুত্বারোপ করেন ওসামা তাসীর।

ওসামা তাসীর বিডা’র প্রস্তাবিত ‘ওয়ান স্টপ সার্ভিস’ এর একটি শাখা ঢাকা চেম্বারে স্থাপনের আহ্বান জানান। এবং প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) সমূহে দ্রুততম সময়ে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ অন্যান্য সকল ধরনের সেবার সংযোগ প্রদানের পাশাপাশি বেজা, পিপিপি কর্তৃপক্ষ ও বিডা’র সমন্বয় আরও বাড়ানো প্রয়োজন বলে মত প্রকাশ করেন।

ঢাকা চেম্বারের সিনিয়র সহসভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী বলেন, ৮ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখতে হলে আমাদের বিশেষ করে অবকাঠামো খাতের উন্নয়ন একান্ত অপরিহার্য। তিনি বড় উন্নয়ন প্রকল্পগুলোর দীর্ঘময়োদী অর্থায়নের জন্য পুঁজিবাজারে বন্ড মার্কেট চালু ও পুঁজিবাজারকে উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।

মুক্ত আলোচনায় ডিসিসিআই পরিচালক আশরাফ আহমেদ, এনামুল হক পাটোয়ারী, হোসেন এ সিকদার, মোঃ রাশেদুল করিম মুন্না, নূহের লতিফ খান অংশগ্রহণ করেন।

ডিসিসিআই পরিচালক আন্দলিব হাসান, শামস মাহমুদ, এস এম জিল্লুর রহমান, বিডা’র নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মন্ডল সহ বিডা’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
এনসিপির সমাবেশে আখতারের মোবাইল চুরি! Aug 03, 2025
img
দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে ইরান ও পাকিস্তানের মধ্যে ১২টি চুক্তি সই Aug 03, 2025
img
শাকিব-বুবলীকে চিরস্থায়ী সম্পর্কের শুভকামনা চয়নিকার Aug 03, 2025
img
আমির খান মানসিক লুপে আটকা পড়ে গেছে : দীপংকর দীপন Aug 03, 2025
পাখির চোখে এনসিপির সমাবেশ Aug 03, 2025
এনসিপির সমাবেশেই এনিসিপি নেতা আখতারের মোবাইল চুরির অভিযোগ Aug 03, 2025
img
চাঁদাবাজির মামলায় রিয়াদের দোষ স্বীকার, কারাগারে তিন আসামি Aug 03, 2025
img
বিয়ে করলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী Aug 03, 2025
img
৭৫০০ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক মেয়রের নামে দুদকের মামলা Aug 03, 2025
img
আ. লীগের আরো এক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার Aug 03, 2025
img
ভোরের অনুশীলনে লাওসে ম্যাচের প্রস্তুতি নিচ্ছে আফিদারা Aug 03, 2025
img
আফিফ-সাইফের ব্যাটে সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ দল Aug 03, 2025
ড্রোনে ছাত্রদলের সমাবেশে যা দেখা গেল Aug 03, 2025
img
এনসিপি ক্ষমতায় এলে বিলুপ্ত করা হবে র‍্যাব Aug 03, 2025
img
সমন্বয়ক পরিচয়টি আমার জন্য গর্বের : হান্নান মাসউদ Aug 03, 2025
img
বল হাতে আলো ছড়িয়েছেন হাসান মাহমুদ Aug 03, 2025
img
৪৮তম বিশেষ বিসিএসের তৃতীয় ধাপের ভাইভা শুরু ১৭ আগস্ট Aug 03, 2025
‘ছাত্রদল চাইলে ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে’ Aug 03, 2025
img
ইনকাম সোর্স থাকলে অভিনয় ছেড়ে দিতাম : অহনা Aug 03, 2025
img
আজারবাইজান থেকে তুরস্ক হয়ে সিরিয়ার গ্যাস আমদানি শুরু Aug 03, 2025