লা লিগার নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে শুরুর একাদশ তো দূরের কথা, বদলি হিসেবেও মাঠে নামার সুযোগ পাচ্ছেন না রদ্রিগো। জাবি আলনসোর অধীনে মৌসুমের প্রথম ম্যাচে বেঞ্চে বসেই কাটাতে হয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। এতে রদ্রিগোর ক্লাব ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে, যা তার জাতীয় দলের আসন্ন বিশ্বকাপ পরিকল্পনাকেও প্রভাবিত করতে পারে।
মৌসুমের প্রথম ম্যাচে জয় পেতে ৫১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। সেই জয়সূচক গোলও এসেছে পেনাল্টি থেকে। শুরুর একাদশে এদিন ভিনিসিউস জুনিয়র, এমবাপ্পের সঙ্গে ডানপ্রান্তে ছিলেন ব্রাহিম দিয়াজ। শেষ ২০ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে জাবি ভরসা করেছেন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর ওপর। পরীক্ষিত খেলোয়াড় হওয়ার পরও শুরুর একাদশ বা বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পাননি রদ্রিগো। বেঞ্চে বসে ছটফট করতে দেখা গেছে ব্রাজিলিয়ান তারকাকে।
ওসাসুনার বিপক্ষে জয়ের পর রিয়ালের বস জাবিকে প্রশ্ন করা হয়েছিল, কেন রদ্রিগো মাঠে নামতে পারলেন না? তবে, এই স্প্যানিশ কোচ যে উত্তর দিয়েছেন তাতে পরিস্থিতি পরিষ্কার হওয়া তো দূরের কথা, বরং সন্দেহ আরও দানা বেঁধেছে।
সংবাদ সম্মেলনে জাবি বলেন, 'রদ্রিগো? কিছুই হয়নি। আমি অবশ্যই রদ্রিগোর ওপর ভরসা করি। এটা কেবল একটা ম্যাচ। সিদ্ধান্তটা আমারই ছিল।'
রদ্রিগো যে রিয়ালে গুরুত্ব হারিয়েছেন তা ট্রান্সফার মার্কেটে নজর এড়ায়নি। যদিও রিয়াল মাদ্রিদ এখনো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জন্য কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি। শোনা যাচ্ছে, ক্লাবের নির্ধারিত ১০০ মিলিয়ন ইউরোর (৮৬ মিলিয়ন পাউন্ড) মূল্যসীমা সম্ভাব্য ক্রেতাদের জন্য অনেক বেশি। ম্যানচেস্টার সিটি একসময় রদ্রিগোর প্রতি আগ্রহ দেখালেও, তারা সাভিনহোকে রাখার সিদ্ধান্ত নেওয়ায় এই ট্রান্সফারের সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে।
এদিকে গিয়েম বালাগে দাবি করেছেন, নিউক্যাসল ইউনাইটেডের প্রস্তাব থাকলেও সেখানে যাওয়ার ব্যাপারে রদ্রিগো বিশেষ আগ্রহী নন, এমনকি যদি রিয়াল মাদ্রিদ তার মূল্য ৬০-৭০ মিলিয়ন ইউরো (৫২-৬০ মিলিয়ন পাউন্ড) পর্যন্ত নামিয়ে আনে, তবুও। আর্সেনালের নাম শোনা গেলেও, গানারদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব উপস্থাপন করা হয়নি।
জাবি কোচ হয়ে আসার পর রিয়ালের হয়ে এখন পর্যন্ত রদ্রিগো মাত্র আট ম্যাচের মধ্যে একবারই শুরুর একাদশে সুযোগ পেয়েছেন। সম্ভাব্য ৭২০ মিনিটের মধ্যে তিনি খেলার সুযোগ পেয়েছেন মাত্র ১২১ মিনিট, যা তুলনায় অতি সামান্য। এ পরিসংখ্যানই দলে তার গুরুত্ব হারানোর ইঙ্গিত দেয়।
রিয়াল মাদ্রিদে রদ্রিগোর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। আগামী কয়েক সপ্তাহ ব্রাজিলিয়ান তারকার ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আগামী বছর বিশ্বকাপের দলে জায়গা পেতে ক্লাবে নিয়মিত ম্যাচ টাইম পাওয়াটা তার জন্য খুবই জরুরি।
ইএ/টিএ