মানুষকে সংস্কার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবারও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় পটুয়াখালী প্রেস ক্লাবে আয়োজিত দলটির জেলা সমন্বয় কমিটির মিট দ্যা প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এনসিপির এ নেতা বলেন, যে সংস্কার প্রস্তাবগুলোতে সবাই ঐকমত্য হবে, তা বাস্তবায়নে নতুন গণতান্ত্রিক সংবিধান নির্ধারণের জন্য গণপরিষদ নির্বাচন করতে হবে। গণপরিষদ নির্বাচন, কাঙ্ক্ষিত সংস্কার এবং জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতির হওয়ার পরেই এনসিপি নির্বাচনের বিষয়ে চিন্তাভাবনা করবে। এগুলো বাস্তবায়নের পরে যদি নির্বাচন সামনের দিকে এগিয়েও আসে, সব আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে এনসিপি। কিন্তু কাঙ্ক্ষিত সংস্কারের প্রশ্নে যদি কোনো দল গড়িমসি করে মানুষকে সংস্কার থেকে বঞ্চিত করতে চায়, তবে সেক্ষেত্রে এনসিপি আবারও রাজপথে নামবে।
জুলাই সনদকে একটি আইনি কাঠামোতে আনতে হবে, যাতে করে পরবর্তীকলে নির্বাচিত রাজনৈতিক দল এগুলো বাস্তবায়নে বাধ্য থাকে এবং জনগণ যেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে পারে। যদি তা না হয়, তাহলে বাংলাদেশ আবারও গভীর সংকটের মধ্যে যেতে পারে।
তিনি জানান, এনসিপি উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। উচ্চকক্ষে যে আসন বণ্টন হবে, তা ভোটের অনুপাতে হতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক দল এনসিপি এক নয়।
এ সময় এনসিপি পটুয়াখালী জেলা সমন্বয়ে কমিটির যুগ্ম সমন্বয়কারী মনজুরুল ইসলাম, মোহাম্মদ বশির উদ্দিন, বাসেদুল ইসলাম রাশেদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমকে/টিএ