ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) খসড়া প্রার্থী তালিকায় বাদপড়া প্রার্থীরা আপিল করেছেন। প্রার্থীদের অভিযোগ, সব তথ্য ঠিক থাকার পরও উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করা হয়েছে। আর চিফ রিটার্নিং অফিসার বলছেন, প্রার্থী তালিকা থেকে বাদপড়া আপিলকারীদের তথ্য পুনরায় যাচাই-বাছাই করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় ডাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেন চিফ রিটার্নিং অফিসার। যাচাই বাছাই শেষে ৪৬২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন তিনি। আর ত্রুটিপূর্ণ হিসেবে বাদ পড়ে ৪৭ জনের মনোনয়নপত্র।
শুক্রবার (২২ আগস্ট) সকালে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে আবেদন করেন বাদ পড়া প্রার্থীরা। সবকিছু ঠিক থাকার পরও প্রার্থিতা বাতিল নিয়ে উদ্বিগ্ন তারা।
তারা অভিযোগ করেন, প্রতিপক্ষ প্যানেলের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করায় বাতিল করা হয়েছে প্রার্থিতা।
এদিকে, কুশল বিনিময় আচরণবিধি লঙ্ঘনের আওতাভুক্ত নয় জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলছেন, আপিলের পর, পুনরায় যাচাই-বাছাই করে বাদ পড়াদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
বিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করার পর প্রার্থীরা আচরণবিধি নিয়ে আরও সচেতন হয়েছে বলে জানান চিফ রিটার্নিং অফিসার।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট। এবং আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন।
এসএন