আওয়ামী লীগকে ‘অচল মাল’ আখ্যা দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, এই দল আর দেশের জন্য উপযোগী নয়। এই দেশে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই।
আজ শুক্রবার (২২ আগস্ট) বিকেলে যশোরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে জেলা গণ অধিকার পরিষদের আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘বিগত ৫০ বছর ধরে যেভাবে কালো টাকার রাজনীতি চলছে, সেটি বন্ধ না হলে উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, ‘বিশ্ববাজারে পণ্যের দাম কমলেও বাংলাদেশে কমছে না, কারণ দুর্নীতি, লুটপাট ও ক্ষমতার লোভ—এই কারণেই দেশ এমন অবস্থায় পৌঁছেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও আগের পথেই হাঁটছে।’
তিনি আরো বলেন, ‘পুরাতন ব্যবস্থা দিয়ে নতুন রাষ্ট্র গঠন সম্ভব নয়। তাই নির্বাচন নয়, আগে দরকার রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র পুনর্গঠন ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।’
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘গত ১৬ বছর ধরে শেখ হাসিনা এককভাবে দেশ চালিয়েছেন, কিন্তু আজ শেষ বেলায় সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘব করতে পারছেন না। দিল্লির মাল দিল্লি চলে গেছে। যারা এখনো ক্ষমতার আস্ফালন দেখাচ্ছেন, সাধারণ জনগণই তাদের প্রতিহত করবে।
সমাবেশে বিশেষ অতিথির ভাষণে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগ একতরফাভাবে ইতিহাস লিখেছে, এখনকার অন্তর্বর্তীকালীন সরকারও একই পথ অনুসরণ করছে। জনগণের দাবি রাষ্ট্র সংস্কার ও সুষ্ঠু নির্বাচন। নির্বাচন সংস্কার না হলে আওয়ামী ফ্যাসিবাদ আবারও ফিরে আসবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি বিএম আশিকুর রহমান। আরো বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন অর্থ সম্পাদক রাশিদুর রহমান নিউটন।
ইউটি/টিকে