বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। শুধু মাঠেই নয় ভার্চুয়াল জগতেও ফুটবল অন্যতম আকর্ষণীয় খেলা। ফিফা গেম অ্যাপে অনেক তরুণ ও ফুটবলপ্রেমীরা নিজেদের পছন্দের দল নিয়ে খেলে থাকেন। ফিফা গেম অ্যাপে বাফুফে বাংলাদেশের নাম অর্ন্তভুক্তির চেষ্টা করছে।
ফিফা গেমে ফুটবলপ্রেমীরা তাদের পছন্দের দল ও খেলোয়াড় নিয়ে খেলে থাকেন। বাংলাদেশেও অনেক তরুণ খুব আগ্রহ নিয়ে এই খেলা খেলেন। ফিফা গেমে এখনো বাংলাদেশ নিবন্ধিত নয় এবং বাংলাদেশি খেলোয়াড়দের প্রোফাইলও নেই। বাফুফে সভাপতি এ নিয়ে কাজ করতে চান, 'এটা এখন আসলে আমাদের দায়িত্ব ফিফা গেম অ্যাপে বাংলাদেশের নাম অর্ন্তভুক্তি হওয়া। যেন ফুটবল সমর্থকরা বাংলাদেশ নিয়েই অন্য দেশের কারো সঙ্গে অনলাইনে খেলতে পারে।'
সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ই-স্পোর্টস খেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে। অলিম্পিক সহ অনেক গুরুত্বপূর্ণ গেমসে ই-স্পোর্টস রয়েছে। ই-স্পোর্টসে অনেক শাখা রয়েছে। বাফুফে ফুটবল নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, 'সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাফুফে সবার আগে ই ফুটবল নিয়ে কাজ শুরু করছে।'
চলতি বছর ডিসেম্বরে সৌদি আরবের রিয়াদে ই-ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাবিথ আউয়ালের আশা সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্বের, 'আগস্ট ও সেপ্টেম্বরে ই ফুটবল বাছাই অনুষ্ঠিত হবে। সেখান থেকে জয়ীরা আগামী অক্টোবর-নভেম্বরে রিজিওনাল পর্যায়ে খেলবে। ওখানে যদি ভালো করতে পারে তাহলে সৌদি আরবের রিয়াদে বিশ্বকাপে খেলবে।'
২৬ অক্টোবর তাবিথ আউয়ালের নেতৃত্বে বাফুফের কমিটি দায়িত্ব গ্রহন করে। এক বছরের মধ্যে ফুটসাল, ই-ফুটবলের মাধ্যমে নতুনত্ব আনছে। এটা খানিকটা কৃত্তিত্ব ও আধুনিকতার প্রয়াস হলেও স্ট্যান্ডার্ড ফুটবলে জুনিয়র লিগ, মাঠের উন্নয়ন নিয়েও আরো গুরুত্ব দিয়ে কাজ করা প্রয়োজন বলে মনে করেন ফুটবলসংশ্লিষ্টরা।
এমকে/এসএন