চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে নভোএয়ার

আগামী বছরের মাঝামাঝি থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করার কথা জানিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

শনিবার চট্টগ্রাম নগরের এসএস খালেদ সড়কের একটি কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠানটির শুভাকাঙ্ক্ষীদের জন্য আয়োজিত মেজবানে ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান এ তথ্য জানান।

মফিজুর রহমান বলেন, অভ্যন্তরীণ রুটের প্লেনযাত্রীদের চাহিদা ও সেবার মানের ঘাটতি পূরণের লক্ষ্যে নভোএয়ারের যাত্রা শুরু হয়েছিল। আমাদের ফোকাস অভ্যন্তরীণ ফ্লাইটে। এক্ষেত্রে আমরা অনেকটাই সফল মনে করি। আমাদের পদাঙ্ক অনুসরণ করেছে- পরে যারা এ খাতে বিনিয়োগ করেছে। ফলশ্রুতিতে যাত্রীরা ভালো সেবা পাচ্ছে।

তিনি বলেন, বর্তমানে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী, সৈয়দপুর, কক্সবাজারকে কানেক্ট করেছে। সব এয়ারপোর্টে আমাদের ফ্লাইট চলে। চট্টগ্রামে ৬টি, সৈয়দপুর, কক্সবাজার ও যশোরে ৫টি, সিলেটে ২টি ফ্লাইট পরিচালনা করছি আমরা।

তিনি জানান, বর্তমানে নভোএয়ারের ৬টি প্লেন আছে। ৩টিতে ৬৮ আসন, ৩টিতে ৭২ আসন রয়েছে। নভেম্বরে ১টি, আগামী বছরের শুরুতে ১টি প্লেন আসবে। ইন্টারসিটি কানেকটিভিটি বাড়ানোর লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে সরাসরি ফ্লাইট চালু করতে।

 

টাইমস/এইচইউ

Share this news on: