নেত্রকোণায় শেহাবিতে শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন পালিত

নেত্রকোণা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে(শেহাবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন পালিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১ টায় রাজুরবাজারে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস টিটিসিতে আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেহাবির উপাচার্য অধ্যাপক রফিকউল্লাহ খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি ও মুখ্য আলোচক ছিলেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। 

এছাড়াও উপস্থিত ছিলেন নেত্রকোণা মেডিকেল কলেজের অধ্যক্ষ একেএম সাদেকুল আজম, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী নাসির উদ্দিন, নেত্রকোণা জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় ও পুলিশ সুপার আকবর আলী মুন্সি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশ আজ দ্রুত সমৃদ্ধিও পথে এগিয়ে যাচ্ছে। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ চলমান বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে।

র‍্যাবের ডিজি বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশের সংবিধানে জুয়া নিষিদ্ধ। এর বিরুদ্ধে ক্যাসিনো জুয়া বন্ধে সারাদেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। আর তা শেষ হলেই কেবল এ অভিযান সমাপ্ত করা হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ