ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াতে ইসলামী—এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। সোমবার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লা সদরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুলু বলেন, যারা এই নির্বাচনে বিএনপিকে বলেন—বিএনপি নাকি প্রশাসন দখল করে আছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই—কারা প্রশাসন দখল করেছেন?
তিনি আরও বলেন, আজকে বাংলাদেশে আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বা বৈষম্যবিরোধী ভাইয়েরা। তারা যদি কোনো চাঁদা বা কিছু নেয়, সেটা ডোনেশন হয়ে যায়। আর জামায়াত বিভিন্ন ব্যাংক, বীমা বা শিক্ষা প্রতিষ্ঠান অটোমেটিক্যালি দখল করে ফেলেছে, সেটাকে বলা হয় পুনরুদ্ধার। কিন্তু বিএনপি যদি ১০টা নেয়, সেটা চাঁদাবাজি হয়ে যায়।
জামায়াতের নির্বাচনী প্রচারণা নিয়ে সমালোচনা করে বুলু বলেন, জামায়াতে ইসলাম করলে নাকি বেহেশতে যাওয়া যায়। তাদের নেতারা মহিলা কর্মীদের দিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমাদের মা-বোনদের এ কথাই বলেন। কিন্তু যারা এমন কথা বলতে পারে, তারা মুসলমান হতে পারে না। কারণ, বেহেশতে যাওয়ার সিদ্ধান্ত একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারেন না। কে বেহেশতে যাবে আর কে দোজখে যাবে—তা নির্ধারণ করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর।
দলটির আমির ডা. শফিকুর রহমান সম্পর্কে তিনি আরও বলেন, তাকে একবার বলেছিলাম—আপনাকে তো জামায়াতের লোকেরা সাক্ষাৎ আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। আমাদের জন্য একটু দোয়া-ফিকির করেন, বাংলাদেশ যেনো বহির্শত্রু থেকে রক্ষা পায়। আমরা সবাই যেন হেদায়েতের পথে চলতে পারি।
এসএন