গত মৌসুমের শীতকালীন দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লা লিগার ক্লাব রিয়াল বেটিসে যোগ দিয়েছিলেন অ্যান্তোনি। এরপরই আয়াক্সের সেই অ্যান্তোনির নতুন করে দেখা মিলেছিল। ২৬ ম্যাচ খেলে তিনি ৯ গোল ও ৫ গোলে সহায়তা দিয়েছিলেন।
ধারের মেয়াদ শেষ হওয়ায় পুনরায় ম্যানইউ শিবিরে ফিরতে হয়েছে অ্যান্তোনির। কিন্তু রুবেন আমোরিকের দলে জায়গা হয়নি তার। ব্রাজিলিয়ান রাইট উইঙ্গারও ম্যানইউ’তে থাকতে চান না। তিনি মুখিয়ে আছেন রিয়াল বেটিস তাকে পুনরায় ফিরিয়ে আনবে এই আশায়।
দুই পক্ষ আলোচনার পর অবশেষে সমঝোতা হতে চলেছে। সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, অ্যান্তোনির রিয়াল বেটিসে ফেরা অনেকটাই চূড়ান্ত। দুই পক্ষ চুক্তির মূল বিষয়গুলো নিয়ে সমঝোতায় পৌঁছে গেছে।
বেটিস এবারো ধারের শর্তে অ্যান্তোনিকে দলে নিচ্ছে। তবে এবারের ধারের সঙ্গে থাকছে শর্ত। মৌসুম শেষে তাকে স্থায়ীভাবে কিনতে হবে দলটির। তবে কত অর্থ দিয়ে কিনতে হবে তা সংবাদ মাধ্যম নিশ্চিত করতে পারেনি। আপাতত ম্যানইউ তাকে ধারে ছাড়তে পেরেই খুশি বলে মনে হচ্ছে। কারণ সপ্তাহে দেড় লাখ পাউন্ড বেতনের বোঝা থেকে মুক্তি পাচ্ছে প্রিমিয়ার লিগের শীর্ষ পর্যায়ের ক্লাবটি।
ইএ/এসএন