বাবর আজমকে পরামর্শ দিয়ে বিপদে পড়েছেন মোহাম্মদ হারিস। টি-টোয়েন্টিতে সাবেক অধিনায়ককে আরও দ্রুত রান তোলা উচিত বলে জানান উইকেটরক্ষক ব্যাটার। রসিকতার সুরে এমন মন্তব্য করায় তাকে লাঠিপেটা করতে চেয়েছেন বাসিত আলি।
পাকিস্তানের সাবেক ব্যাটার বাসিত জানান, বাবরকে ব্যাটিংয়ে কোথায় উন্নতি করতে হবে তা বলার কে হারিস।
ইউটিউব চ্যানেল ‘দ্য গেম প্ল্যানে’ তিনি বলেছেন, ‘হারিস যদি বাবর আজমকে ব্যাটিং উন্নতির কথা বলে থাকে তাহলে আমার মনে হয় তাকে লাঠিপেটা করা উচিত। বাবরকে নিয়ে কথা বলার তুমি কে? অধিনায়কে বদল এসেছে। তবে এখন যদি বাবর অধিনায়ক থাকত এমন মন্তব্য কি করতে পারত হারিস?’
বাসিতের সঙ্গে একই অনুষ্ঠানে ছিলেন কামরান আকমল। হারিস বাচ্চা নয় জানিয়ে সাবেক উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘এমন পরিস্থিতিতে কিভাবে উত্তর দিতে হয় তা ক্রিকেটারদের শেখানো উচিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।
সে (হ্যারিস) এখন আর বাচ্চা নয়, সবকিছু বোঝে। তার স্পষ্ট জানা উচিত ছিল, বাবরকে নিয়ে মন্তব্য করার মতো অবস্থানে সে নেই। উল্টো তার কাছ থেকে শেখা উচিত কিভাবে নিজের ব্যাটিং উন্নত করা যায় এবং পাকিস্তানের হয়ে ম্যাচজয়ী পারফর্ম্যান্স করা যায়।’
দুজনের আগে হারিসের সমালোচনা করেছেন সাবেক পেসার তানভীর আহমেদ।
পাকিস্তানের হয়ে সবমিলিয়ে ৮ ম্যাচ খেলা এই পেসার বলেছেন, ‘মোহাম্মদ হারিস, তুমি কত বড় মাপের খেলোয়াড় যে সাক্ষাৎকারে বলেছ বাবরের স্ট্রাইকরেট উন্নত করা উচিত? ভাই, আগে নিজের মান ঠিক করো। তারপর বিশ্বমানের একজন খেলোয়াড়কে নিয়ে কিছু বল।’
এর আগে এক সাক্ষাৎকারে বাবরের স্ট্রাইকরেট নিয়ে হারিস বলেছেন, ‘টি-টোয়েন্টিতে বাবরকে দ্রুত খেলা পর্যন্ত। পাকিস্তানের হয়ে বাবর-রিজওয়ান দারুণ সব পারফরম্যান্স করেছেন তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যখন একটা মানদণ্ড ঠিক করবেন তখন জুনিয়রদের সুযোগ দেওয়া প্রয়োজন।
এমআর/টিএ