আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দুইটি ম্যাচ খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তার জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে লেস ব্লুসরা।সেই দলে ডাক পেয়েছেন মোনাকোর হয়ে দারুণ পারফর্ম করা তরুণ মিডফিল্ডার মাঘনেস আকলিউচে। তবে দলে ডাক পাননি দারুণ ছন্দে থাকা লিভারপুলের স্ট্রাইকার হুগো একিতিকে।
প্রায় সাত কোটি পাউন্ডে বুন্দেসলিগা ক্লাব আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট থেকে ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুলে যোগ দেন একিতিকে। ২৩ বছর বয়সি ফরোয়ার্ড ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে কমিউনিটি শিল্ডে এবং পরে প্রিমিয়ার লিগে বোর্নমাউথ ও নিউক্যাসেলের বিপক্ষে গোল করেন তিনি। মাঠে চমৎকার পারফরম্যান্স করলেও জাতীয় দলে ডাক পেলেন না।
এদিকে ফ্রান্সে প্রথমবার ডাক পেয়েছেন মোনাকো মিডফিল্ডার মাঘনেস আকলিউচেকে। গত বছর থিয়েরি অঁরির প্যারিস অলিম্পিকসে রৌপ্য জয়ী দলে ছিলেন তিনি।
লিওঁ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার আগে জুনে উয়েফা নেশন্স লিগ ফাইনালে ফ্রান্সের সিনিয়র দলে ডাক পান রায়ান শেরকি। তাকেও অন্তর্ভুক্ত করেছেন দিদিয়ের দেশম। বর্তমানে সময়ের ভালো ফর্মে থাকা সকলেই আছেন ফ্রান্সের দলে।
ফ্রান্স স্কোয়াড
গোলকিপার- লুকাস শেভালিয়ের, মাইক মাইগনান, ব্রাইস সাম্বা
ডিফেন্ডার- লুকাস দিগনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিম কোনাতে, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োট উপামেকানো
মিডফিল্ডার- দিসারি দুয়ে, মানু কোনে, আদ্রিয়েন রাবিওট, অরেলিয়েন চুয়ামেনি, খেফরেন থুরাম
ফরোয়ার্ড- মাঘনেস আকলিউচে, ব্রাডলি বারকোলা, রায়ান শেরকি, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল অলিসে এবং মার্কাস থুরাম।
এমআর/এসএন