১১ ভক্তের মৃত্যুর ৮৬ দিন পর মুখ খুললো বেঙ্গালুরু

১৮ বছর অপেক্ষার পর আইপিএলের সর্বশেষ আসরে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু এমন আনন্দঘন মুহূর্ত বিষাদে রূপ নিতে সময় নেয়নি। আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পরদিনই (৪ জুন) দর্শকদের জন্য বেঙ্গালুরুতে উৎসবের আয়োজন করা হয়। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সেই উৎসবে পদপিষ্ট হয়ে ১১ জন ভক্ত নিহত হয়েছেন। যা নিয়ে সেদিনই শোক জানিয়েছিল বেঙ্গালুরু।

ওই ঘটনায় পরবর্তী ৮৬ দিন পুরোপুরি নীরব ছিল আইপিএলের শিরোপাধারীরা। সাধারণত বড় লিগের ফ্র্যাঞ্চাইজিগুলো সারা বছরই নানা ক্রিকেটীয় মুহূর্ত নিয়ে সামাজিক মাধ্যমে সরব থাকে। পুরো বছরে নিজেদের খেলাকেন্দ্রিক দুই মাসের ব্যস্ততা থাকলেও, বিশ্বজুড়ে সমর্থকদের সম্পৃক্ত রাখতে তারা প্রচারণা চালায় সবসময়। যা চ্যাম্পিয়ন হওয়া বেঙ্গালুরুর ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু শোকাবহ মুহূর্ত কাটিয়ে উঠতে তারা তিন মাস সময় নিয়েছে।

কেবল ১১ জনের প্রাণহানিই নয়, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সেদিন আরও ৫৬ জন আহত হয়েছিলেন। যা আরও বড় আঘাতের কারণ হয়ে আসে কোহলি-হ্যাজলউডদের বেঙ্গালুরুর জন্য। ঘরোয়া প্রতিযোগিতা মহারাজা টি-টোয়েন্টি ট্রফিও আয়োজনের কথা ছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে। তারা সেই প্রতিযোগিতার ছাড়পত্র পায়নি। ফলে খেলা সরিয়ে দেওয়া হয় মাইসুরুর শ্রীকান্তদত্ত স্টেডিয়ামে। তবে বেঙ্গালুরুতে মেয়েদের আসন্ন বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে জোরপ্রচেষ্টা চালিয়েছিল কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন।



সেই দফায়ও মিলেছে হতাশা, পূর্বনির্ধারিত সূচিতে সেখানে ৪টি ম্যাচ থাকার কথা থাকলেও পরে সেসব ম্যাচও সরিয়ে নেওয়া হয়েছে। এই পুরো সময়জুড়ে নিজেদের সামাজিক মাধ্যমে কোনো আপডেট দেয়নি বেঙ্গালুরু। আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে ফ্র‌্যাঞ্চাইজিটি জানিয়েছে, ‘আমাদের দ্বাদশ ম্যান আর্মিদের (সমর্থক) জন্য আন্তরিক বার্তাসম্বলিত চিঠি। প্রায় তিন মাস আমরা সর্বশেষ পোস্ট করেছিলাম। এই নীরবতার মানে অনুপস্থিতি নয়, বরং শোকের প্রতিফলন।’

ভক্তদের নিয়ে একসঙ্গে পথচলার ঘোষণা দিয়ে তারা লিখেছে, ‘৪ জুনের মর্মান্তিক ঘটনার পর থেকে ক্লাব ও সমর্থকরা গভীরভাবে ভেঙে পড়েছিল। সেই নীরবতাই ছিল শোক প্রকাশ ও আত্মমগ্নতার মুহূর্ত। সেই সময়ে আমরা শুনেছি, শিখেছি এবং বোঝাপড়ার মধ্য দিয়ে বেঙ্গালুরু একটি নতুন উদ্যোগ গড়ে তুলেছে- “আরসিবি কেয়ার্স”। এই প্ল্যাটফর্ম শুধু প্রতিক্রিয়ার জন্য নয়, বরং ভক্তদের সম্মান জানাতে, তাদের পাশে দাঁড়াতে এবং সুস্থতার পথে এগিয়ে যেতে তৈরি করা হয়েছে।’

‘আমাদের ফিরে আসা উদযাপনের জন্য নয়, বরং পারস্পরিক যত্ন ও সহমর্মিতার জন্য। সমর্থকদের পাশে থেকে, একসঙ্গে পথ চলতে চাই। আরসিবি যত্ন নেয় এবং সর্বদা সেই পথে অটুট থাকবে। নিজেদের পরিচয়কে “কর্ণাটকের গর্ব” হিসেবে তুলে ধরবে ফ্র্যাঞ্চাইজি। খুব শিগগিরই এই উদ্যোগ নিয়ে আরও বিস্তারিত জানানো হবে।’

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
অবশেষে প্রতারণা-জালিয়াতির মামলা থেকে মুক্তি মিলল ব্ল্যাটার-প্লাতিনির Aug 28, 2025
img
জানুয়ারিতে আসছে প্রভাসের নতুন চমক! Aug 28, 2025
img
রাতের পার্টিতে অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠতায় বিপাশা, দেখে ফেলেছিলেন জন Aug 28, 2025
img
স্ট্রোকের রোগীদের জন্য বিনামূল্যে ১৭ কোটি টাকার ওষুধ আনলেন ইন্টার্ন চিকিৎসক শীর্ষ শ্রেয়ান Aug 28, 2025
img
প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যা সমাধানে আমাদের সময় দিতে হবে : ফাওজুল কবির Aug 28, 2025
img

জোনায়েদ সাকি

বিচার, সংস্কার ও নির্বাচন এই মুহূর্তে আমাদের প্রধান জাতীয় স্বার্থ Aug 28, 2025
img
বেনাপোল দিয়ে তিন দিনে আমদানি হলো ৯৪৫ টন চাল Aug 28, 2025
img
হাসপাতালে যাচ্ছেন বেগম খালেদা জিয়া Aug 28, 2025
img
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল Aug 28, 2025
img
ম্যান ইউ ছেড়ে চেলসিতে যোগ দিতে যাচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড গারনাচো Aug 28, 2025
img
রাকসু নির্বাচনে ছাত্রদলের ২৮ নেতাকর্মীর মনোনয়নপত্র সংগ্রহ Aug 28, 2025
img
শেরপুরে ৭৫ হাজার ভারতীয় রুপিসহ হুন্ডি ব্যবসায়ী আটক Aug 28, 2025
img
ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটির তারিখ পরিবর্তন Aug 28, 2025
img
সাইফ-সোহানকে দলে নেওয়ার কারণ জানালেন লিটন Aug 28, 2025
img
‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন প্রকৌশল শিক্ষার্থীরা Aug 28, 2025
img
আওয়ামী স্বৈরাচারের চেয়ে এই স্বৈরাচার বড় : কাদের সিদ্দিকী Aug 28, 2025
img
হারের শঙ্কা থাকলেও ২০০-২৫০ করতে চায় বাংলাদেশ Aug 28, 2025
img
আগস্টের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স এসেছে ২০৮ কোটি ডলার Aug 28, 2025
img
উমামা ফাতেমার প্যানেলে ছাত্রলীগের দুই মুখ! Aug 28, 2025
img
‘জীবনেও আওয়ামী লীগ করি নাই, তার পরও ৩ ঘণ্টা অবরুদ্ধ হলাম’ Aug 28, 2025