দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে গিয়ে শুরুতেই হতাশা উপহার দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ডারউইনে প্রথম ইনিংসে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১১৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন ১১ নাম্বারে নামা এনামুল হক। যিনি মূলত বোলিং করে থাকেন। অবশ্য এই বোলার ২৭ রানের অপরাজিত ইনিংস না খেললে এক শ রানও করতে পারত না বাংলাদেশ।
আজ টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সফরকারী ব্যাটারদের বিপক্ষে রীতিমতো আগুন ঝরান পেসার ওয়েস অ্যাগার। দলীয় ৩ রানে প্রথম উইকেট হারায় মাহিদুল ইসলাম অঙ্কনের দল। শূন্য রানে অস্ট্রেলিয়ার পেসার অ্যাগারের বলে বোল্ড হন ইফতেখার হোসেন। এই পেসার একে একে ফেরান মাহমুদুল হাসান (১৩) ও অমিত হাসানকেও (২)।
২৯ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশের হাল ধরার চেষ্টা করেন শাহাদাত হোসেন (২৫) ও অধিনায়ক মাহিদুল (৯)। দুজনে মিলে চতুর্থ উইকেটে ৩০ রানের জুটি গড়েন। দুজন দ্রুত ফেরার পরেই দলের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ৬৬ রান। সেই ধ্বংসস্তূপ থেকেই দশম উইকেটে ৪৮ রানের জুটি গড়ে এক শর নিচে অলআউট হওয়া থেকে বাঁচান রাকিবুল হাসান ও এনামুল।
রাকিবুল-এনামুলের সৌজন্যে শেষ পর্যন্ত ১১৪ রান করতে পারে বাংলাদেশ। ব্যাটিং কীভাবে করা উচিৎ সেটাই যেন দেখান এই জুটি। দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন এনামুল। তার ২৭ রানের বিপরীতে নয়ে নেমে ২২ রান করেন রাকিবুল। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন অ্যাগার-ওয়াদিয়া-থর্নটন।
বাংলাদেশ ‘এ’ দলকে অল্পেই গুটিয়ে দেওয়ার পর প্রথম ইনিংস ব্যাট করতে নেমে ২০৪ রানে প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। উইকেট হারিয়েছে পাঁচটি। ৯০ রানের লিড নেওয়া অস্ট্রেলিয়া আগামীকাল দ্বিতীয় দিনের ব্যাটিং করতে নামবে। ক্রিজে অপরাজিত আছেন জেসন সাংহা (৮৩) ও হ্যারি নিয়েলসন (২৮)।
ব্যাটাররা না পারলেও বোলিংয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ৪৭ রানে প্রতিপক্ষের ৪ উইকেট তুলে নিয়েছিলেন তারা। কিন্তু পঞ্চম উইকেটে ৯৬ রানের দুর্দান্ত জুটি গড়ে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরান সাংহা ও জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক। ৫২ রানে ম্যাগার্ক ফেরার পর নিয়েলসনকে নিয়ে ষষ্ঠ উইকেটে অপরাজিত ৬১ রানের জুটি গড়েন সাংহা। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন মুসফিক, এনামুল, নাঈম, হাসান ও মুরাদ।
এসএস/টিকে