এশিয়া কাপের শেষ প্রস্তুতিটা নেদারল্যান্ডসের বিপক্ষে সারবে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজটি আগামী পরশু শুরু হবে সিলেটে। সিরিজটি সামনে রেখে আজ কথা বলেছেন অধিনায়ক লিটন দাস। জানিয়েছেন নিজেদের পরিকল্পনা।
বড় রানের লক্ষ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বলে জানিয়েছেন লিটন। লক্ষ্য ২০০-২৫০ রান করা। তা করতে গিয়ে ম্যাচ হেরে গেলে কেমন হবে এমন প্রশ্নের জবাব উইকেটরক্ষক ব্যাটার জানান, হেরে গেলেও সমস্যা নাই। আমরা উন্নতি দেখতে চাই।
সংবাদ সম্মেলনে বলেছেন, ‘শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে এমন কোনো দল নেই যারা ছোট। আমরা সবসময় খেলি জিতার জন্য, ভবিষ্যতেও জেতার জন্য যাব। ঝুঁকি না জিনিসটা, বাংলাদেশ দল এর আগেও অনেক দলের কাছে হেরেছে। নতুন কিছু না।
যদি হেরেও যাই, হেরে যেতেই পারি। দুই দলের মধ্যে এক দল জিতবে এক দল হারবে। আমরা কতটা ভালো ক্রিকেট খেলছি সেটা হচ্ছে বিষয়।’
এশিয়া কাপের ম্যাচে বড় স্কোর হওয়ার সম্ভাবনা আছে বলে সিলেটে তার প্রস্তুতি সারতে চায় বাংলাদেশ। লিটন বলেছেন, ‘এশিয়া কাপে ভিন্ন দল থাকবে।
সেই দল তো আনা যাবে না, প্রায় কাছাকাছি কন্ডিশন থাকবে আশা করা যায়। আমরা জানি আবুধাবি ব্যাটিং সহায়ক উইকেট, সিলেটও অনেকটাই ব্যাটিং সহায়ক। এখানে মিল থাকবে। ২০০-২৫০ রান করতে পারলে খুবই ভালো, না পারলেও চেষ্টা করব সেখানে কীভাবে পৌঁছানো যায়।’
আগামী ৩০ আগস্ট শুরু হতে যাওয়া সিরিজের উইকেট নিয়ে লিটন বলেছেন, ‘খুবই ভালো। ব্যাটিং বোলিং দুই সাইডের জন্যই ভালো হবে। আদর্শ ক্রিকেট ম্যাচের জন্য যেমন উইকেট হয় এমন উইকেটই আশা করব আমরা।’
আর সিরিজ নিয়ে লিটন বলেছেন, ‘অবশ্যই যেকোনো ম্যাচই আমরাও চাইব জিতার জন্য। বেশি সময়ও নেই। এই সিরিজ পরেই বিগ ইভেন্ট এশিয়া কাপ। এশিয়া কাপের আগে এটা খুব ভালো সিরিজ হবে বাংলাদেশ দলের জন্য। প্রায় একই কন্ডিশন সেখানে থাকার সম্ভাবনা বেশি। আশা করি এই সিরিজ থেকে ভালো জিনিস নিয়ে যেতে পারব। এশিয়া কাপের জন্য।’
এসএস/টিকে