আখাউড়া-বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আখাউড়া ও বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বুধবার সকাল থেকে দুদেশের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বৃহস্পতিবার থেকে আবার যথারীতি কার্যক্রম শুরু হবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে বুধবার সকাল থেকে বাণিজ্য বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম খোলা থাকবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মহসিন খান পাঠান ও আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা (এসআই ) আবদুল হামিদ জানান, বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশে পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক রয়েছে।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: