রশিদের ঝড় থামিয়ে আফগানদের হার নিশ্চিত করলেন রউফ

৯৭ রানে ৭ উইকেট হারিয়েই হারের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল আফগানিস্তান। এরপর ৫ ছক্কায় ঘুরে দাঁড়ানোর জোরালো ইঙ্গিত দেন অধিনায়ক রশিদ খান। তবে শেষ হাসিটা হাসলেন হারিস রউফ। রশিদের ঝড় তো থামালেনই, পাশাপাশি ৪ উইকেট শিকার করে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের ৩৯ রানের জয় নিশ্চিত করেছেন।

এশিয়া কাপের আগমুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে গতকাল (শুক্রবার) থেকে পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হয়েছে। যার প্রথমটিতে আগে ব্যাট করতে নামা পাকিস্তানকে ১৮২ রানের বড় পুঁজি এনে দেন অধিনায়ক সালমান আলি আগা। বিপরীতে লক্ষ্য তাড়ায় আফগানিস্তানের রশিদ বাদে বাকি ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। এক বল বাকি থাকতেই তারা গুটিয়ে গেছে ১৪৩ রানে।

শারজাহতে আগে ব্যাটিংয়ে নেমে পাক ওপেনার সাহিবজাদা ফারহান প্রথম ওভারে একটি করে ছক্কা ও চার মেরে শুরু করেন। তৃতীয় ওভারে আরেকটি ছক্কার পর ১০ বলে ২১ রান করে তিনি আউট। অস্বস্তিতে থাকা সাইম আইয়ুবও ১৬ বলে ১৪ রানে বিদায় নেন। ফখর জামান (১৭ বলে ২০), হাসান নেওয়াজরাও (১৩ বলে ৯) বেশিক্ষণ টিকতে পারেননি। পঞ্চম উইকেটে সালমান ও মোহাম্মদ নওয়াজ ইনিংসসেরা ৫৩ রানের জুটিতে দলকে এগিয়ে নেন।

নওয়াজ ১১ বলে ২ ছক্কা ও এক চারে ২১ রান এবং সালমান ৩৩ বলে পূর্ণ করেন চতুর্থ টি-টোয়েন্টি ফিফটি (৩টি করে চার-ছক্কায় ৫৩ রানে অপরাজিত)। ১৩ বলে ১৫ রান করে মোহাম্মদ হারিস আউট হলেও একটি করে চার ও ছক্কায় ৫ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন ফাহিম আশরাফ। আফগানিস্তানের পক্ষে পেসাররা খরুচে হলেও, স্পিনার রশিদ, মোহাম্মদ নবি ও মুজিব-উর-রহমান নিয়ন্ত্রিত বোলিংয়ে একটি করে উইকেট শিকার করেন। ফরিদ আহমেদ নেন ২ উইকেট।



লক্ষ্য তাড়ায় ধীরগতির শুরুর পর শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে দলীয় ১৭ রানে ফেরেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান (৯)। ৫১ রানের জুটিতে সেই ক্ষত সারানোর প্রচেষ্টা চালান রহমানউল্লাহ গুরবাজ ও সেদিকউল্লাহ অটল। গুরবাজ ২৭ বলে ৩৮ এবং ১৯ বলে ২৩ করেন সেদিকউল্লাহ। ১১.২ ওভারে ৯২ রান তুলে ঠিকমতোই আগাচ্ছিল আফগানিস্তান। এরপর ৯৩ রানে পরপর তিন উইকেট হারিয়ে দিশেহারা অবস্থা। সেদিকউল্লাহ’র পরপর আউট করিম জানাত (০) ও দারউইশ রাসুলি (১৩ বলে ২১)।

আফগানদের স্কোরবোর্ড দ্রুতই ৯৭/৭ এ পরিণত হয় আজমতউল্লাহ ওমরজাই (০) ও মোহাম্মদ নবির (৩) বিদায়ে। ক্রিজে নেমে রশিদ চতুর্থ বলেই ছক্কা মারেন আফ্রিদিকে। এরপর সুফিয়ান মুকিমের পরপর দুই বলে মারেন ছক্কা-চার এবং পরের ওভারে রউফকে তিনটি ছক্কা হাঁকান। আরেকটি ছক্কার চেষ্টায় ওই ওভারেই শেষ হয় তার ঝড়ো ইনিংস। আফগানিস্তানের ক্ষীণ আশাও সেখানেই শেষ হয়ে যায়। ১৬ বলে ৫ ছক্কা ও এক চারে ৩৯ রান করেন রশিদ।

৩১ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার হারিস রউফ। এ ছাড়া আফ্রিদি, নওয়াজ ও সুফিয়ান মুকিম ২টি করে শিকার ধরেন। যদিও প্রথম ইনিংসে ভিত গড়ে দেওয়া ফিফটি করে সালমান আগা ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মিয়ানমারে যাচ্ছিল পণ্যের চালান, পতেঙ্গায় আটক Aug 30, 2025
img
নায়িকা থেকে এবার কবি ঋতুপর্ণা! Aug 30, 2025
img
আগের সরকারের ভাষায় কথা বলছে এই সরকার : মাসুদ কামাল Aug 30, 2025
img
অমিতাভকে রোলস রয়েস উপহার দিয়ে মায়ের চড় খেলেন পরিচালক Aug 30, 2025
img
রিমান্ড শেষে আদালতে তৌহিদ আফ্রিদি, কারাগারে আটক রাখার আবেদন Aug 30, 2025
img
নুরুল হক নুরের ওপর হামলায় ক্ষুব্ধ ডাকসুর ভিপি, জিএস পদপ্রার্থীরা Aug 30, 2025
img
অরিজিতের সাথে ভারতীয় ভাষায় প্রথমবার গান গাইলেন এড শিরান Aug 30, 2025
img
ভারতে বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা কমপক্ষে ১১ Aug 30, 2025
img

আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ট্রাম্প

‘এটি দেশকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে’ Aug 30, 2025
img
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন Aug 30, 2025
img
পুতিন একজন শিকারি: ভন ডার লাইয়েন Aug 30, 2025
img
কঠিন সময়ে পাকিস্তানের পাশে থাকার আশ্বাস ইরানের Aug 30, 2025
img
৬ হাজার ৪০০ কিলোমিটার পাড়ি দিয়ে এশিয়ায় মাঠে নামবে রিয়াল Aug 30, 2025
img
ইউনূস সরকার চেয়ে পাগলা মসজিদে চিঠি Aug 30, 2025
img
নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ড. মুহাম্মদ ইউনূস Aug 30, 2025
img
নুরের ওপর হামলার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ Aug 30, 2025
img

পাগলা মসজিদের দানবাক্স

সাড়ে ৪ ঘণ্টার গণনায় মিলল সাড়ে ৮ কোটি টাকা, এখনো চলছে গণনা Aug 30, 2025
img
সার্বিক পরিস্থিতিতে জরুরি বৈঠকে পুলিশ কর্মকর্তারা Aug 30, 2025
img
আবারো দুঃসংবাদ পেলেন আল্লু অর্জুন Aug 30, 2025
img
৬০ মিলিয়ন ইউরো খরচে সিমন্সকে দলে ভেড়াল টটেনহ্যাম Aug 30, 2025