অস্ট্রেলিয়া সফরে একমাত্র চারদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল শেফিল্ড শিল্ড চ্যাম্পিয়ন সাউথ অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ১২ রানে হেরেছে। ডারউইনে ম্যাচের তৃতীয় দিনে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় ইনিংস ২৫৪ রানে শেষ হয়। প্রথম ইনিংসে তারা গুটিয়ে গিয়েছিল ১১৪ রানে।
দিনের শুরুতে ৪২ রানে থাকা শাহাদাত হোসেন ৭ রান যোগ করে বিদায় নেন। এরপর ইয়াসির আলি চৌধুরী ৩৬ রানে আউট হন। অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ও নাঈম হাসান কিছুটা লড়াই করলেও বড় ইনিংস খেলতে পারেননি। নাঈম ২৫ এবং মাহিদুল ৩২ রানে আউট হন।
লোয়ার অর্ডারের রিপন মন্ডল ও এনামুল হক রান তুলতে পারেননি। তবে বাঁহাতি স্পিনার হাসান মুরাদ শেষ উইকেটে হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে ৪৮ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ দেখালেও শেষ পর্যন্ত ম্যাচে জয় সম্ভব হয়নি। ৪২ রানে মুরাদ বিদায় নিলে শেষ হয় ম্যাচ।
এই পরাজয়ের মাধ্যমে বাংলাদেশ ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফর হতাশাজনকভাবে শেষ হলো। এর আগে তারা টপ এন্ড টি-টোয়েন্টিতেও ১১ দলের মধ্যে নবম অবস্থানেই ছিল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ১১৪
সাউথ অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৮০
বাংলাদেশ ‘এ’ ২য় ইনিংস: ৮৩.৩ ওভারে ২৫৪ (আগের দিন ১০৬/৩) (শাহাদাত ৪৯, ইয়াসির ৩৬, মাহিদুল ৩২, নাঈম ২৫, মুরাদ ৪২, রিপন ০, এনামুল ০, হাসান ৯*; বাকিংহ্যাম ১৭-১-৫২-৩, অ্যাগার ২০-৪-৫৬-২, জ্যাকবস ১৪-৩-৩৫-২, থর্নটন ১৩-৩-২৫-২, ওয়াদিয়া ১৯-৩-৭৭-১)।
ফল: সাউথ অস্ট্রেলিয়া ইনিংস ও ১২ রানে জয়ী।
এসএস/এসএন