জাতীয় পার্টিকে আবারও বিরোধী দল বানানোর চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
শনিবার (৩০ আগস্ট) গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
রাশেদ খান বলেন, ‘জাতীয় পার্টিকে আবারও বিরোধী দল বানানোর চক্রান্ত হচ্ছে। জাতীয় পার্টির স্বার্থ রক্ষার জন্য ভিপি নুরের ওপর পরিকল্পিতভাবে আক্রমণ হয়েছে।’
যারা এই হামলা করেছে তাদের অবিলম্বে গ্রেফতারসহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান দলের সাধারণ সম্পাদক রাশেদ খান।
এ সময় হত্যার উদ্দেশ্যেই নুরের ওপর হামলা চালানোর অভিযোগ করেন নুরের ছোট ভাই আমিনুল ইসলাম।
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হওয়ার পর থেকেই আক্রমনের শিকার ছিলেন নুর। ভিপি নুরুকে গতকাল হত্যার উদ্দেশ্যেই আক্রমণ চালানো হয়েছে।’
সমাবেশে সংহতি জানাতে উপস্থিত রয়েছেন অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতারা।
ইএ/টিএ