ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেছেন, একাত্তর ও ২৪ ইস্যুকে যারা মুখোমুখি দাঁড় করাতে চাই, তাদের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করেছি। একাত্তর এই বাংলাদেশের সকল নাগরিকের। স্বাধীনতা এ দেশের সকল নাগরিকের। একাত্তরের মাধ্যমে যেমন আমরা স্বাধীন ভূমি ও স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু আধিপত্যবাদের কবল থেকে আমরা মুক্তি পাইনি। ২৪-এ গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা সেখান থেকে মুক্তি পেয়েছি। কিন্তু যারা বিষয়টি স্পষ্ট না হয়ে আবারও পুরোনো আলাপগুলো সামনে আনছে, তাদের বুঝতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট ম্যাচিউর।
ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিট দায়ের করা হয়েছে। ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম রিটটি দায়ের করেন। রোববার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচারণার সময় ওই রিটকারীকে ওয়েলকাম জানিয়েছেন ফরহাদ।
তিনি সাংবাদিকদের বলেন, ‘একজন আমার প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করেছে। এটা খুব ভালো সংবাদ। আমি তাকে ওয়েলকাম করেছি। ছাত্র শিবিরের জায়গা থেকে ও আমাদের জায়গা থেকে কোর্টের রায়ের প্রতি এবং আদালতের প্রতি আমাদের রেসপেক্ট আছে।’
ফরহাদের বিরদ্ধে করা ওই রিট আবেদনে বলা হয়, ৫ আগস্টের আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন এস এম ফরহাদ। এরপরও তিনি কীভাবে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থী হলেন।
ইএ/টিকে