যুক্তরাষ্ট্রে নির্বাচন পদ্ধতি নিয়ে কড়া অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ভোটার আইডি বাধ্যতামূলক করতে নির্বাহী আদেশ জারি করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি, ডাকযোগে ভোটগ্রহণ সীমিত করার পরিকল্পনা এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের বিরুদ্ধেও কথা বলেছেন তিনি।
২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক ঘোষণায় তিনি জানালেন, ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পদক্ষেপের পরিকল্পনা রয়েছে তার।
জানা গেছে, আসন্ন নির্বাচনে ভোটার আইডি বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শিগগিরই এ বিষয়ে নির্বাহী আদেশ জারির কথাও জানান তিনি। বলেন, আগামী নির্বাচন যেন নিরপেক্ষ ও সুষ্ঠু হয়, সে জন্যই এই পদক্ষেপ নেবেন।
এর পাশাপাশি, ডাকযোগে ভোটগ্রহণ সীমিত করারও পরিকল্পনা রয়েছে তার। অসুস্থ বা বিদেশে অবস্থানরত সেনাদের জন্যই কেবল এই সুবিধা রাখা হবে। শুধু তাই নয়, ইলেকট্রনিক ভোটিং মেশিন বাদ দিয়ে শুধু কাগজের ব্যালট চালুর কথাও বলছেন ট্রাম্প।
তবে আইন বিশেষজ্ঞদের মতে, মার্কিন সংবিধান প্রেসিডেন্টকে নির্বাচনী আইন পরিবর্তনের ক্ষমতা দেয় না। নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব রাজ্যগুলোর হাতে এবং কংগ্রেস চাইলে সেটি নিয়ন্ত্রণ করতে পারে। তাই ট্রাম্পের ঘোষিত নির্বাহী আদেশ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
আসন্ন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছেই। সমর্থক শিবিরে উৎসাহ থাকলেও আইনগত চ্যালেঞ্জ পেরিয়ে এই প্রস্তাব কার্যকর করা সম্ভব হবে কি না, তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।
এফপি/ টিকে