নামিবিয়ার দক্ষিণাঞ্চলে একটি পুলিশের গাড়ি ও কারাগারের বাসের সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছে বলে রবিবার দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।
গৃহায়ন, অভিবাসন, নিরাপত্তা ও সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সকালে রাজধানী উইন্ডহুক থেকে প্রায় ২৭০ কিলোমিটার দক্ষিণে মারিয়েন্টাল শহরের কাছে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, উল্টে যাওয়া গাড়িগুলোর বিধ্বস্ত ধ্বংসাবশেষ মহাসড়কে ছড়িয়ে আছে, চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মরদেহ। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের বেশিরভাগই নিরাপত্তা কর্মকর্তা হলেও অন্তত দুইজন সাধারণ নাগরিকও রয়েছে।
প্রেসিডেন্ট নেটুম্বো নান্দি-নদাইটওয়া শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ‘এই ক্ষতির গভীরতাকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’
প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘নিহত কর্মকর্তা ও সাধারণ নাগরিকরা আমাদের নামিবিয়ান পরিবারের অংশ ছিলেন, তাদের মৃত্যু এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।’
সরকারি তথ্য অনুযায়ী, আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় এ জনবিরল দেশে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা, যা মৃত্যুর অন্যতম প্রধান কারণ।
নামিবিয়ার মোটর ভেহিকল অ্যাকসিডেন্ট ফান্ডের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে সড়ক দুর্ঘটনায় ৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
কেএন/টিকে