সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান বলেছেন, বিরাট কোহলির ওডিআই ক্যারিয়ার কার্যত শেষ। পাঠান জানিয়েছেন, কোহলি এখন মূলত আইপিএল খেলায় মনোযোগ দিচ্ছেন, আর ফার্স্ট-ক্লাস ক্রিকেট খেললেও তা হবে কেবল আনন্দের জন্য, আন্তর্জাতিক স্তরে নিজেকে প্রমাণ করার জন্য নয়।
ভারতীয় মিডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে পাঠান বলেন, ‘প্রফেশনাল ক্রিকেটারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিয়মিত খেলা এবং ফিট থাকা। যাদের এখন জাতীয় দলে সুযোগ নেই, তাদের জন্য ধারাবাহিকতা বজায় রাখা কঠিন।
তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট আধিপত্য করছে এবং ওডিআই-এর গুরুত্ব কমেছে, তাই কোহলি এখন শুধুমাত্র আইপিএল খেলবেন। ফার্স্ট-ক্লাস ক্রিকেটে অংশগ্রহণ থাকলেও তা হবে আনন্দের জন্য।’
পাঠান রোহিত শর্মা এবং মোহাম্মদ শামির ফিটনেস প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘রোহিত ফিটনেস নিয়ে খুবই সচেতন। বিরাট এবং শামিও শীর্ষ ফিটনেসে থাকার দিকে মনোযোগী। নিয়মিত খেলা থাকলে ফর্ম ও ফিটনেসে ব্যাঘাত কমবে।’
পাঠান আশা প্রকাশ করেন, হেড কোচ গৌতম গম্ভীর এবং চিফ সিলেক্টর অজিত অগারকার সিনিয়র খেলোয়াড়দের জন্য স্পষ্ট নির্দেশনা দেবেন, যাতে ২০২৭ সালের বিশ্বকাপে ধারাবাহিকতা বজায় থাকে।
এসএস/টিকে