সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে কৌশলগত সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা অংশীদারিত্ব আরও গভীর ও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই নেতা।
বিদেশি গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এসসিও সম্মেলন সফলভাবে আয়োজন করায় প্রেসিডেন্ট শিকে অভিনন্দন এবং তার নেতৃত্বের প্রশংসা করেন।
তিনি বলেন, ‘চীনের সাফল্যে পাকিস্তান অত্যন্ত গর্বিত। আমরা সবসময় এ যাত্রায় চীনের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’
উচ্চপর্যায়ের এ বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে শেহবাজ শরিফ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, সিপিইসি-’র পরবর্তী ধাপে পাকিস্তান চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। তিনি আরও জানান, পাকিস্তান প্রেসিডেন্ট শির বৈশ্বিক শাসন, উন্নয়ন, নিরাপত্তা ও সৌরশক্তি–সংক্রান্ত উদ্যোগগুলোর প্রতি পূর্ণ সমর্থন জানায়।
বৈঠকে চীনা প্রেসিডেন্ট পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির সব খাতেই বেইজিং পাশে থাকবে বলে আশ্বাস দেন। তিনি বলেন, ‘পাকিস্তানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতগুলোতে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে এবং সিপিইসি এখন দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে।’
সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাকিস্তানের প্রতি অব্যাহত সমর্থনের আশ্বাস দিয়ে প্রেসিডেন্ট শি আশা প্রকাশ করেন, ইসলামাবাদ চীনা নাগরিক ও প্রকল্পের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেবে।
এসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আগামী বছর প্রেসিডেন্ট শিকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানান।
ইএ/টিকে