যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মারা গেছেন- গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের ট্রেন্ডিং তালিকায় শীর্ষে ছিল এই খবর। শুধু অনলাইন নয়, বিভিন্ন জায়গায়ও এ নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। অবশেষে বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুললেন ট্রাম্প নিজেই।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, “সপ্তাহের শেষ দিকে আপনার মৃত্যু নিয়ে ভাইরাল একটি ট্রেন্ড ছড়ায়। আপনি কীভাবে জানতে পারলেন যে আপনি মারা গেছেন? মানুষ আপনাকে কয়েকদিন দেখতে না পাওয়ায় বিষয়টি আরও ছড়িয়েছে।”
জবাবে হেসে ট্রাম্প বলেন, “সত্যি বলছেন? আমি তো এটা দেখিইনি। জানেনই তো, ব্যাপারটা একেবারে পাগলামি। গত সপ্তাহে আমি একের পর এক সংবাদ সম্মেলন করেছি। সবগুলোই খুব ভালোভাবে হয়েছে। তারপর টানা দুই দিন কোনো সম্মেলন করিনি, আর তখনই বলা শুরু হলো-নিশ্চয়ই আমার কিছু হয়েছে।”
সাংবাদিক আরও উল্লেখ করেন, “শনিবার সকাল পর্যন্ত আপনার মৃত্যুর খবর নিয়ে প্রায় ১৩ লাখ ব্যবহারকারী আলোচনা করেছে।”
এমন তথ্য শুনে বিস্ময় প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, “বাইডেন তো মাসের পর মাস সামনে থাকতেন না। তখন কেউ তো বলেনি যে তার কিছু একটা হয়েছে। অথচ সবাই জানে তিনি তখন দারুণ ফিট ছিলেন।”
নিজের সাম্প্রতিক কার্যক্রম উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমি তো খুব সক্রিয় ছিলাম। একজনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার সাক্ষাৎকার দিয়েছি। বহু শোতে অংশ নিয়েছি। ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছি। পোটোম্যাক নদীর কাছে আমার ক্লাবে গিয়েছি, সেখানেও অনেকের সঙ্গে দেখা হয়েছে।”
নিজের মৃত্যু নিয়ে প্রচারিত সংবাদকে তিনি একেবারে ভুয়া আখ্যা দেন। ট্রাম্প বলেন, “আমার মৃত্যুর খবর পুরোপুরিই ভুয়া। এতটাই ভুয়া যে এ কারণেই গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা দিন দিন কমছে।”
সূত্র: ফক্স নিউজ
এসএস/এসএন