২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজ জেরা করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী।
বুধবার (০৩ সেপ্টেম্বর) সকালে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জেরা শুরু হবে।
এরইমধ্যে হাজির করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।
মঙ্গলবার ( ২ সেপ্টেম্বর) রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
ওই সময় তিনি বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই আগস্টে গণহত্যা হয়। তার আইজিপি থাকাকালে এমন গণহত্যার সংঘটিত হওয়ায় নিহত, আহতের পরিবার, দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান তিনি।
এদিকে ৫ আগস্ট চানখারপুলে ৬ আন্দোলনকারীকে হত্যার ঘটনায় ট্রাইবুনাল-১ এ চলা মামলায় পঞ্চম দিনের মতো সাক্ষ্য গ্রহণ আজ। হাজির করা হয়েছে কনস্টেবল সুজনসহ চার আসামিকে।
এমআর/এসএন