টি-টেন ফরম্যাটের টুর্নামেন্ট হলেও কানাডার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সাকিবের জন্য নতুন কিছু নয়। এর আগে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে এই মন্ট্রিয়াল টাইগার্সের হয়েই খেলেছিলেন তিনি। নতুন লিগেও সেই দলের হয়ে আবার মাঠে নামতে যাচ্ছেন এই অলরাউন্ডার।
কানাডা সুপার সিক্সটি কর্তৃপক্ষের খেলোয়াড় তালিকায় সবার উপরে ছিল সাকিবের নাম৷ এবার তারা সাকিবকে পরিচয় করাল দলটির আইকন ক্রিকেটার হিসেবে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে সাকিবকে রয়েল বেঙ্গল টাইগার উল্লেখ করে তারা লিখেছে, ' দ্যা রয়েল বেঙ্গল টাইগার সাকিব আমাদের সাথে আবারও গর্জে উঠতে প্রস্তুত।'
টুর্নামেন্টে মন্টিয়াল টাইগার্সের হয়ে সাকিব ছাড়াও খেলবেন ব্রাউন, নিক হবসন, টম মুরস, ইসুরু উদানা, অ্যান্ড্রু টাইয়ের মতো বিদেশি তারকারা। আগামী ৮ অক্টোবর শুরু হবে এই টুর্নামেন্ট।
সাকিব ছাড়াও টি-টেন ফরম্যাটে নতুন এই টুর্নামেন্টে খেলবেন কুইন্টন ডি কক, মার্টিন গাপটিল, মঈন আলী, ডেভিড মালান, সিকান্দার রাজা, পিয়ূষ চাওলা, রহমানুল্লাহ গুরবাজের মতো খ্যাতনামা তারকারা।
কানাডা সুপার সিক্সটি লিগে মন্ট্রিয়াল টাইগার্সের স্কোয়াড :
সাকিব আল হাসান, জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, রায়ান হিগিনস, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কুরি, বেন মানেনতি, দিলপ্রিত বাজওয়া, আনশ প্যাটেল, শ্রেয়াস মোভভা, গুরসাহিব সিং, পাডাম জোশি।
এমআর/এসএন