নগদে ক্যাশ ইনে হাজারে লাভ পাঁচ টাকা  

ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিং সেবা ‘নগদ’ নিয়ে এসেছে দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ সুবিধা। দেশের একমাত্র মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে নগদই দিচ্ছে ক্যাশ ইনে হাজারে ৫ টাকা লাভ। এখন থেকে নগদের সব গ্রাহক যেকোনো নগদ উদ্যোক্তা পয়েন্ট থেকে প্রতি হাজারে মাত্র ১৪ টাকা ৫০ পয়সা চার্জ দিয়ে ক্যাশ আউট করতে পারবেন।

রোববার থেকে এই সুবিধা কার্যকর করা হয়েছে বলে নগদ-এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নগদ গ্রাহকপ্রতি ১ হাজার টাকা ক্যাশ-ইন করলে প্রতি হাজারে ৫ টাকা (০.৫%) ক্যাশ-ব্যাক পাবেন। ক্যাশ ব্যাকের টাকা ৭২ ঘণ্টার মধ্যে গ্রাহকের নগদ অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

নতুন গ্রাহকেরা নগদ এ সফল নিবন্ধনের মাধ্যমে ১ দশমিক ৪৫ শতাংশ মূল্যে ক্যাশ-আউট চার্জ উপভোগ করতে পারবেন। যে কেউ নগদ অ্যাপের মাধ্যমে নিজে অথবা নগদ উদ্যোক্তার মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। উল্লিখিত দুই ক্ষেত্রেই গ্রাহকের জন্য সফল রেজিস্ট্রেশনে (নিবন্ধনে) থাকছে ২৫ টাকা পাওয়ার সুযোগ। দাম ও শর্তাবলির বিষয়ে নগদ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত। অফারগুলো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলবে।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: