চট্টগ্রাম ও মোংলা বন্দরে পণ্য খালাস বন্ধ

শ্রমিক ধর্মঘটের কারণে চট্টগ্রাম ও মোংলা বন্দরের পণ্য খালাস বন্ধ রয়েছে। চট্টগ্রাম বন্দরে শনিবার সকাল ৮টার পর থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। অন্যদিকে মোংলা বন্দরে শুক্রবার রাত থেকে কার্যক্রম বন্ধ রয়েছে।

জানা যায়, পণ্য খালাস না হওয়ায় আমদানিকারকদের জাহাজ প্রতি ১০ থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে। এসে পণ্যের আমদানী মূল্য বেড়ে যাবে।

বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন ১১ দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দেয়।

ঘোষিত ১১ দফা দাবির মধ্যে অন্যতম হচ্ছে- নৌযান শ্রমিক ও কর্মচারীদের খোরাকি ভাতা ফ্রি করা। ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করা। মাস্টার ড্রাইভারশিপ পরীক্ষায় ও ডিপিডিসি প্রশিক্ষণ কেন্দ্রের সব প্রকার অনিয়ম বন্ধ করা। কোর্স চলাকালে শ্রমিকদের ছুটি বাধ্যতামূলক করা। নৌ শ্রমিকদের চিকিৎসার জন্য হাসপাতাল করা। নৌপথে মোবাইল কোর্টের নামে হয়রানি বন্ধ করা। বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধ করা। কর্মস্থলে দুর্ঘটনায় নৌ শ্রমিকের মৃত্যু হলে ১২ লাখ টাকা মৃত্যুকালীন ক্ষতিপূরণ দেয়া।

 

টাইমস/এএইচ/টিএইচ

Share this news on: