মঙ্গলবার ঢাকায় ‘কনভেনশন অব এনআরবি ইঞ্জিনিয়ার্স’ শীর্ষক সম্মেলন

উন্নত দেশে কাজ করা প্রবাসী প্রকৌশলীদের অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়নে কাজে লাগাতে মঙ্গলবার ‘কনভেনশন অব এনআরবি ইঞ্জিনিয়ার্স’ শীর্ষক দুদিনের সম্মেলন ঢাকায় শুরু হচ্ছে।

যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, জাপান এবং দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের ৩০টি দেশে কর্মরত প্রায় ৩০০ প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী মঙ্গল ও বুধবারের এ সম্মেলনে অংশ নেবেন।

মঙ্গলবার সকাল ১০টায় সোনারগাঁ হোটেলে এই সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই এবং ব্রীজ টু বাংলাদেশ (বিটুবি) এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনের পৃষ্ঠপোষকতা করছে ম্যাক্স গ্রুপ।

রোববার এক সংবাদ সম্মেলনে ইআরডি সচিব মনোয়ার আহমেদ এ সব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মনোয়ার আহমেদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগাতে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। দেশে বিনিয়োগ বৃদ্ধি এবং উন্নয়ন কাজ ত্বরান্বিত করা এ সম্মেলনের প্রধান উদ্দেশ্য।

তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে কাজ করা প্রবাসী প্রকৌশলদের দেশের উন্নয়নে অবদান রাখার আহবান জানিয়েছিলেন। ওই আহবানে সাড়া দিয়ে প্রবাসীরাও তাদের মেধা আর অর্জিত প্রজ্ঞা দেশকে ফিরিয়ে দিতে আগ্রহী।

মনোয়ার আহমেদ বলেন, সম্মেলনে জাতীয় পরিবহণ ব্যবস্থা উন্নয়ন, স্যাটেলাইট সাইবার নিরাপত্তা, ন্যানো প্রযুক্তি, টেকসই পরিবেশ উন্নয়ন, টেলিযোগাযোগ, জ্বালানী ও বিদ্যুৎ খাতের উন্নয়ন এবং কৃষি প্রযুক্তির উন্নয়নসহ নানাবিধ কারিগরি বিষয়ে আলোচনা করা হবে।

সংবাদ সম্মেলনে এটুআই এর উপদেষ্টা আনিস চৌধুরী বলেন, দুদিনের সম্মেলনে ৯টি বিজনেস সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনে ৩৮টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হবে। প্রকল্পগুলো থেকে বাচাই করে প্রাথমিকভাবে তিনটি প্রকল্পের জন্য ২৫ লাখ টাকা করে সিড মানি দেওয়া হবে। প্রকল্প কর্তৃপক্ষ এক বছরের মধ্যে ওই প্রকল্প বাস্তবায়ন করে দেখাবেন।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এটুআই এর উপদেষ্টা আনিস চৌধুরী, ব্রীজ টু বাংলাদেশ এর চেয়ারম্যান আজাদুল হক এবং ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর প্রমুখ।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন শেখ হাসিনা Apr 19, 2024
img
প্রধানমন্ত্রী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন : অর্থমন্ত্রী Apr 19, 2024
img
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে গেল বাস, প্রাণ গেল প্রকৌশলীর Apr 19, 2024
img
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি Apr 19, 2024
img
৩টি ড্রোন ধ্বংস করল ইরান, ইসফাহানের পারমাণবিক স্থাপনা নিরাপদ Apr 19, 2024
img
সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম Apr 19, 2024
img
‘যারা নুন-ভাতের চিন্তা করতে পারত না তারা মাছ-মাংসের চিন্তা করে’ Apr 19, 2024
img
ইরানে ইসরায়েলি হামলা, লাফিয়ে বাড়ল তেল ও স্বর্ণের দাম Apr 19, 2024
img
ঢাকাসহ ৬ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস Apr 19, 2024
img
মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ১৩ বিজিপি সদস্য Apr 19, 2024