শিগগিরই সরকারি বিল পরিশোধে আসছে ‘এক-পে’

সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন বা এটুআই প্রকল্পের তৈরি পেমেন্ট প্ল্যাটফর্ম ‘এক-পে’। আগামী ডিসেম্বরে দেশে চালু হতে যাচ্ছে এ ই-পেমেন্ট প্ল্যাটফর্মটি।

মূলত সরকারি সেবার বিল ও সরকারি নানা ধরনের ফি নেয়ার ক্ষেত্রে ‘এক-পে’ ব্যবহার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এটুআই বলছে, বর্তমানে নানা ধরনের সেবার বিল হিসেবে গ্রাহকরা মাসে ছয় হাজার কোটি টাকা পরিশোধ করেন। কিন্তু এর মাত্র ১০ ভাগ এখন ইলেক্ট্রনিক পদ্ধতিতে পরিশোধ করা হয়। আগামী পাঁচ বছরের মধ্যে মোট বিলের ৫০ ভাগ ই-পেমেন্ট আকারে পরিশোধের লক্ষ্য নিয়ে কাজ করছে এটুআই।

‘এক-পে’ এ ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করছে তারা। সম্প্রতি এক্ষেত্রে সরকারের ১৬টি সেবা সংস্থার সঙ্গে একটি চুক্তি করেছে এটুআই।

Share this news on: