মোবাইলে ১০০ টাকার কথা বললে কর ২৭ টাকা

২০১৯-২০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনে কথা বলায় নতুন করে আরো ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফলে বাড়ছে কলরেট। এই বাজেট পাশ হলে মোবাইল ফোনে ১০০ টাকার কথা বললে ২৭ টাকা কর হিসেবে কেটে রাখবে সরকার।

বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কিন্তু তার অসুস্থতার কারণে বাজেটের বাকি অংশ উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নতুন এই শুল্ক আরোপের আগে মোবাইল ফোনে কথার বলার ওপর ১৫ শতাংশ ভ্যাট, ৫ শতাংশ সম্পূরক শুল্ক এবং ১ শতাংশ সারচার্জ ছিল। এতে গ্রাহকদের মোবাইলে কথা বলতে হলে সরাসরি ২২ শতাংশ কর দিতে হয়। আরও ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ হওয়ায় তা হবে ২৭ শতাংশর কিছু বেশি। অর্থাৎ প্রতি ১০০ টাকা কলরেটে কর বসানো হয়েছে ২৭ টাকা।

 

টাইমস/এসআই

 

 

Share this news on: