মায়ের কাছে পাঁচ, বাবার কাছে ২ দিন থাকবে সিদ্দিকের ছেলে

অভিনেতা সিদ্দিকুর রহমানের ছয় বছরের শিশু তার মায়ের হেফাজতে থাকবে সপ্তাহে ৫ দিন আর বাবার (সিদ্দিক) কাছে থাকতে পারবে দুই দিন, এমন রায় দিয়েছে হাইকোর্ট। এই দুই দিন তিনি শিশুটিকে নিয়ে আসতে পারবেন এবং সঙ্গে রাখতে পারবেন।

বুধবার শিশুটির মায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে শিশুটির মায়ের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সিদ্দিকুর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী।

তবে আইনজীবীরা জানিয়েছেন, শিশুটির অভিভাবকত্ব নিয়ে কোনো পক্ষ চাইলে সংশ্লিষ্ট আদালতে মামলা করার স্বাধীনতা থাকবে।

এছাড়া সিদ্দিকুর রহমানের কাছে থাকা শিশুটিকে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে তার মা মারিয়া মীমের কাছে দিতে বলা হয়েছে।

২০১২ সালে ২৪ সিদ্দিকুর রহমানের সঙ্গে বিয়ে হয় মারিয়া মিমের। ২০১৩ সালের ২৫ জুন তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। পরবর্তীতে ২০১৯ সালে ১৯ অক্টোবর তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে শিশুটি বাবা ছিদ্দিকুর রহমানের হেফাজতে ছিল। পরে শিশুটির মা মীম তাকে হেফাজতে পেতে হাইকোর্টের দ্বারস্থ হন।

 

টাইমস/জেকে

Share this news on: