করোনার শুরু থেকেই গৃহবন্দী অর্ষা যে কারণে ‘বিষণ্ণ’

লাক্সতারকা নাজিয়া হক অর্ষা। ছোট পর্দার কাজ নিয়ে প্রায়ই ব্যস্ত সময় কাটান তিনি। তবে এখন একেবারেই ফ্রি অর্ষা! কাজ বলতে নিজের বাসা গুছানো, পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিজেকে সময় দেয়া ছাড়া আর কিছু নেই।

প্রাণঘাতী করোনাভাইরাসে অর্ষা এখন পুরোপুরি গৃহবন্দী আছেন নিজ ঘরে। এক সেকেন্ডের জন্যই বের হচ্ছেন না তিনি। এমনকি ঈদের কোন কেনাকাটাও করেননি এবার।

এই প্রসঙ্গে অর্ষার ভাষ্য, ‘পুরোপুরি নতুন এক মহামারির কবলে আমরা। আর আগে এ ভাইরাস সম্পর্কে কেউই কিছুই জানতাম না। এমনকি পুরো বিশ্ব স্থবির হয়ে পড়েছে ভাইরাসটিতে। কোনো দেশ এর প্রতিষেধকও তৈরি করতে পারেনি। ফলে এমন পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে বাইরে যাওয়ার কোনো মানে নেই।

সবকিছুর আগে জীবন পরে কাজ। এই কারণে দেশে করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে ঘরবন্দি আছি। নিজের কথা ভেবে, পরিবারের কথা ভেবে পুরোপুরি বাসায় থাকছি।’

তবে এসময় একটা বিষয় নিয়ে বিষণ্ণ অর্ষা। বলেন, ‘‘লকডাউনের আগেই ‘সুন্দরী’ নামে নতুন একটি ওয়েব সিরিজের শুটিং শুরু করেছিলাম। যার মাত্র দুই দিনের কাজ বাকি ছিল। কিন্তু টানা লকডাউন থাকায় কাজটি আটকে গেছে। ’’

অর্ষা আরও বলেন, ‘‘৭ পর্বের এই ওয়েব সিরিজের গল্পটি দারুণ। আমরা উৎসাহ নিয়েই কাজটি শুরু করেছি। কিন্তু শেষ করার সুযোগ মিলেনি। করোনাভাইরাসের কারণে শুটিং বন্ধ হয়ে যায়। তাই মনটা বিষণ্ণ। তবে লকডাউন খোলার পরপরই এর শুটিং শেষ করা হবে বলে জেনেছি।’’

ওয়েব সিরিজটির গল্প প্রসঙ্গে অর্ষা বলেন, ‘‘একটি সুন্দরী প্রতিযোগিতাকে কেন্দ্র করে এর গল্প আবর্তিত হয়েছে। গত মার্চের প্রথম দিকে এর কাজ শুরু করেন পরিচালক সানিয়াত হোসেন। শ্রীমঙ্গলে শুটিং করে ঢাকায় ফেরার পরই লকডাউনে পড়ে শুটিং টিম।’’

এদিকে করোনাকালে আরো তিনটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন অর্ষা। ‘সেন্ড মি নুডস’, ‘দ্বিতীয় কৈশোর’ ও ‘হারেস’, প্রত্যেকটিতে ভিন্ন ভিন্ন রূপে দেখা যাবে তাকে।

এদিকে অর্ষা অভিনীত ‘ভদ্রপাড়া’ নাটকটি বাংলাভিশনে প্রচার হচ্ছে। এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ।

 

টাইমস/জেকে

Share this news on: