চট্রগ্রামে কেমন চলছে শাকিবের রাজত্ব?

এবার ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত দুইটি ছবি। তার মধ্যে নিজের প্রযোজনায় (শাকিব) এসেছে ‘পাসওয়ার্ড’ আর বি হ্যাপি এন্টারটেইনমেন্টের প্রযোজনায় মুক্তি পেয়েছে ‘নোলক’। এই দুটি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড কিং শাকিব খান।

জানা গেছে, শীর্ষ নায়কের এই দুটি ছবি এবার চট্রগ্রামের বিভিন্ন হলে চলছে। এর মধ্যে ‘পাসওয়ার্ড’ চলছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আলমাস সিনেমা হলে আর ‘নোলক’ চলছে সিনেমা প্যালেস ও দিনারে।

তবে এই দুটি সিনেমা চট্রগ্রামে এখন কেমন চলছে? খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকায় যেমনটা চলছে শাকিব খানের সিনেমা, তার অর্ধেক দর্শকও নেই চট্রগ্রামের সিনেমাহলগুলোতে। এর মধ্যে রমজানের কারণে দীর্ঘ এক মাস বন্ধ ছিল আলমাস সিনেমাহলটি। এরপর ঈদের দিন থেকে সেখানে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘পাসওয়ার্ড’ ছবিটি।

 

আলমাস হল কর্তৃপক্ষের ধারণা ছিল, ‘পাসওয়ার্ড’ শাকিব খানের সিনেমা। তাই এটি দিয়ে লাভজনক ব্যবসা করবেন তারা। আর এমনিতেও দীর্ঘ এক মাস বন্ধ ছিল হলটি। তাই শাকিবের সিনেমা নিয়ে তাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু বাস্তবে ঈদের দিন থেকে যে পরিমাণ দর্শক উপস্থিতি ছিল, তা সত্যি হতাশাজনক, বললেন আলমাস হলের ব্যবস্থাপনা পরিচালক এম এ কাদের খন্দকার।

এদিকে একই অবস্থা দেখা গেছে আরো দুটি সিনেমা হলে। নগরীর সিনেমা প্যালেস ও দিনারে মুক্তি পেয়েছে শাকিবের আরেক সিনেমা ‘নোলক’। তাতেও তেমন দর্শক চোখে পড়েনি। সব মিলিয়ে চট্রগ্রামে শাকিবের রাজত্ব নেই বললেই চলে।

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট পরিচালিত আলমাস সিনেমা হলে বৃহস্পতিবার ও শুক্রবার এক-তৃতীয়াংশ দর্শক হয়েছে বলে দাবি করেছেন হলটির ব্যবস্থাপক সাবের আহমদ। তিনি বলেন, এমনিতেই সিনেমার বাজার খুব খারাপ। তার বাইরে ঈদ আসায় কিছু দর্শক হলে আসছেন। তবে যেটুকু প্রত্যাশা ছিল তার থেকে অনেক কম।

 

টাইমস/জেকে/এসআই

Share this news on:

সর্বশেষ

img
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড় : দুই তারকা ক্রিকেটারসহ অনুপস্থিত পাঁচ Apr 20, 2024
img
তীব্র তাপদাহে পুড়ছে দেশ, যশোরে রেকর্ড তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি Apr 20, 2024
img
লেবুপানি খাবেন যে কারণে Apr 20, 2024
img
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২.৩, হিট স্ট্রোকে একজনের মৃত্যু Apr 20, 2024
img
সর্বোচ্চ বাড়িয়ে কমল স্বর্ণের দাম Apr 20, 2024
img
উপজেলা নির্বাচনকালে আ.লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ : কাদের Apr 20, 2024
img
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন : ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৭ Apr 20, 2024
img
পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ২৭ বস্তা টাকা Apr 20, 2024
img
মালয়েশিয়ায় শোষণের শিকার বাংলাদেশি শ্রমিকরা : জাতিসংঘ Apr 20, 2024
img
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল Apr 20, 2024