‘ঢাকা ২০৪০’র মহরত অনুষ্ঠানে যা বললেন তারকা ও অতিথিরা (ভিডিও)  

হয়ে গেলো রাজধানীর ঢাকা ক্লাবে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপনের নতুন একটি সিনেমার মহরত। সিনেমাটির নাম রাখা হয়েছে ‘ঢাকা ২০৪০’। মহরতে এই সিনেমার প্রধান তিন অভিনয় শিল্পী বাপ্পী চৌধুরী, নুসরাত ফারিয়া ও নুসরাত ইমরোজ তিশাসহ আরো উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী ড. মো. মুরাদ হাসান এবং ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রব্বানীসহ সিনেমার প্রযোজক সনেট কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন সিনেমাটির বিশেষ চরিত্রে অভিনয় করা এবিএম সুমন।

অনুষ্ঠানে বক্তৃতা প্রদানকালে নৌপরিবহন প্র‌তিমন্ত্রী খা‌লিদ মাহমুদ চৌধুরী বলেন, দীপঙ্কর দীপনের প্রথম ছবি ‘ঢাকা অ্যাটাক’ আমি সপরিবারে দেখেছি। চলচ্চিত্রের ক্রান্তিকালে বেশ বড় ভূমিকা রেখেছে চলচ্চিত্রটি। তার এই নতুন ছবির ভাবনাটিও আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে। আর সিনেমাটির নাম দেয়া হয়েছে ‘ঢাকা ২০৪০’। মানে প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১’র আগের বছরের ঘটনা দেখানো হবে এতে। সেইরকম উন্নত এক নগরী ফুটে উঠবে চলচ্চিত্রটিতে, সেটাই প্রত্যাশা সকলের।

এদিকে, অনুষ্ঠানে বক্তৃতা প্রদানকালে চলচ্চিত্রটির নির্মাতা দীপংকর দীপন বলেন, গেলো বছরের অক্টোবর মাস থেকেই ছবিটি নিয়ে ভাবছি। এটি একটি সোশ্যাল ড্রামা, তবে এর ঘটনা প্রবাহ ২০৪০ সালের। তখন আমাদের ঢাকার অবস্থা কেমন হতে পারে, সেটাই তুলে ধরার চেষ্টা করবো ছবিটিতে। এছাড়াও ২০১৯ সালে জন্ম নেয়া একটি ছেলে বা মেয়ে ২০৪০ সালে এসে কী করতে পারে, তার গল্প দেখানো হবে এতে। আমরা চলতি মাসের ২৪ তারিখ থেকেই এই ছবির শুটিং শুরু করবো বলে ভাবছি।

মহরত অনুষ্ঠানে ‘ঢাকা ২০৪০’র নায়ক বাপ্পি বলেন, বহু সময় ধরে ছবিটির জন্য নিজেকে প্রস্তুত করছি। এই ছবির জন্য আমি এই পর্যন্ত ছয়টি ছবি ছেড়ে দিয়েছি। এতদিন পর্যন্ত চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যত কাজ করেছি, প্রত্যেকটির বাজেটে সীমাবদ্ধতা ছিল। আর এই ইন্ডাস্ট্রির স্বার্থে অনেক ভুল কাজও করেছি। অপেক্ষায় ছিলাম একটা ভালো বাজেটের ছবির কাজের। এবার সে স্বপ্ন পূরণ হতে চলেছে।

চলচ্চিত্রে আমার স্বপ্ন ছিলো, আর্মি অফিসারের চরিত্রে অভিনয় করা, যা মানুষকে স্বপ্ন দেখাবে। আমি আশাবাদী ছবিটি বিশ্ববাজারে প্রতিনিধিত্ব করবে। আমি এই ছবিতে দুর্দান্ত অভিনয় দেখাতে পারলে সামনে আরো ভালো কিছু আমার জন্য অপেক্ষা করবে, সেই লক্ষ্যেই মূলত প্রস্তুতি নিচ্ছি। আর এই ছবিতে আমার সহশিল্পী হিসেবে আছেন তিশা ও নুসরাত ফারিয়া। আমি আগে থেকেই তিশার একজন ভক্ত। আর ফারিয়া খুব ডেডিকেটেড এক মেয়ে। সব মিলিয়ে বলাই বাহুল্য, বেশ ভালো কিছু হতে যাচ্ছে।

মহরত অনুষ্ঠানে তিশার ভাষ্য, ভালো একটি কাহিনির আলোকে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। আমরা সুন্দর এক বাংলাদেশ চাই। সেই লক্ষ্যে আমরা সকলেই কাজ করে যাচ্ছি।

আর নুসরাত ফারিয়া বলেন, আমরা চলচ্চিত্রে এখন যে এগিয়ে যাচ্ছি, সেটা এই চলচ্চিত্রটি মুক্তির পর বুঝা যাবে। ‘ঢাকা ২০৪০’-এ কাজের জন্য আজ থেকে আরো ৯ মাস আগে আমার কাছে অফার আসে। কিন্তু ওই সময় আমি প্রস্তুত ছিলাম না। পরে দীপন দা যখন আমাকে গল্পটি বলেন, তখনই আমার ভালো লেগে যায়।

সত্যি, দাদা আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন, সেটা আমি বাস্তবে পর্দায় ফুটিয়ে তুলবো। আমি সব সময় বিভিন্ন জায়গায় বলি, আমার প্রিয় অভিনেত্রী তিশা আপু। আর বাপ্পীর কথা বলতে গেলে, সে আর আমি একই হাউজ থেকে (জাজ মাল্টিমিডিয়া) আসা। আমি দেখেছি ও কতোটা সিনেমাপ্রেমী। ও চলচ্চিত্রটির জন্য দিনরাত জিম করে ঘাম ঝরিয়েছেন। আশা করি, দর্শকদের খুব ভালো কিছু উপহার দিতে পারবো।

 

টাইমস/জেকে/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
ব্যক্তিজীবনের প্রেম-বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তানিশা মুখার্জি Sep 19, 2025
img
শুরু হলো দৃশ্যম ৩-এর শুটিং Sep 19, 2025
img
রাজনীতির শুরুতেই মামলায় জড়ালেন থালাপতি বিজয় Sep 19, 2025
img
লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারালেন মাদারীপুরের জীবন Sep 19, 2025
img
এশিয়া কাপের সুপার ফোরের সময়সূচি প্রকাশ Sep 19, 2025
img
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে: ড. ইউনূস Sep 19, 2025
img
পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তির পরই তেহরান-রিয়াদের দ্বিপক্ষীয় যোগাযোগ Sep 19, 2025
img
জাতীয় দলের পেসার এবাদত হোসেনের বাবা আর নেই Sep 19, 2025
img
চাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে ৫ নারী, ১ হিন্দু শিক্ষার্থী Sep 19, 2025
img
৭ বিভাগীয় শহরে আজ জামায়াতের বিক্ষোভ কর্মসূচি Sep 19, 2025
img
বিলম্ব সিদ্ধান্তে দেশীয় অর্থনীতির ক্ষতি Sep 19, 2025
img
ড্রোন তদারকি করবে এআই, কিম জং উনের নতুন নির্দেশ Sep 19, 2025
img

ট্রাম্পের হুমকি

আমার বিরুদ্ধে অবস্থান নেওয়া টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল হতে পারে Sep 19, 2025
img
স্বাধীনতা বিরোধিতাকারী একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে : প্রিন্স Sep 19, 2025
img
ইন্দিরা রোডে অভিযানে গাজীপুর আ. লীগ নেতা গ্রেপ্তার Sep 19, 2025
img
জয় দিয়ে মৌসুম শুরু বার্সেলোনা-ম্যানচেস্টার সিটির Sep 19, 2025
img
জামালপুরে হাসপাতালে দুদকের অভিযান, খাবারের তালিকা দেখাতে ব্যর্থ হাসপাতাল কর্তৃপক্ষ Sep 19, 2025
img
ঢাকায় বৃষ্টির আভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত Sep 19, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় বাজার থেকে ৬০০ কেজি সরকারি চাল জব্দ Sep 19, 2025
img
সাতক্ষীরায় পতাকা বৈঠকে ৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর Sep 19, 2025