চিকিৎসায় নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

চিকিৎসায় বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তিন বিজ্ঞানী।

সোমবার সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসা বিজ্ঞানে চলতি বছরের বিজয়ী হিসেবে তিনজনের নাম ঘোষণা করে।

এ বছর যৌথভাবে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া তিন বিজ্ঞানী হলেন- উইলিয়াম জি. কেলিন জুনিয়র, স্যার পিটার জে. র‌্যাটক্লিফ এবং গ্রেগ এল. সেমেনজা। নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার এই তিন বিজ্ঞানী নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবেন।

চিকিৎসাবিজ্ঞানে অবদান রাখা চলতি বছর নোবেল পুরস্কার প্রাপ্ত এই তিন বিজ্ঞানীদের দুইজন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং অপর একজন যুক্তরাজ্যের নাগরিক।

এই তিনজন বিজ্ঞানী হাইপোক্সিয়া বিষয়ে গবেষণা করছেন। হাইপোক্সিয়া হলো এমন এক অবস্থা যেখানে মানব শরীর কিংবা শরীরের কোনও নির্দিষ্ট অঙ্গ বা অংশের কোষগুলি পর্যাপ্ত অক্সিজেনের যোগান পায় না। এতে করে সমস্ত দেহ কিংবা দেহের নির্দিষ্ট কোন অংশ দুর্বল হয়ে পড়ে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে, অক্সিজেনের উপস্থিতিতে ওই কোষগুলি কীভাবে সাড়া দেয় এবং তা গ্রহণ করে।

গতবছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন মার্কিন ও জাপানি বংশোদ্ভূত দুই বিজ্ঞানী, জেমস অ্যালিসন ও তাসুকু হনজু। প্রাণঘাতী ক্যান্সারের চিকিৎসায় বৈপ্লবিক এক থেরাপি আবিষ্কার করায় তাদের এই সম্মাননা দেওয়া হয়েছিল।

দ্য রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে ৮ অক্টোবর বিকেল পৌনে ৪ টায় পদার্থবিদ্যায় ও ৯ অক্টোবর পৌনে ৪ টায় রসায়নবিদ্যায় চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করবে। এছাড়া দ্য রয়্যাল সুইডিশ একাডেমি থেকে ১০ অক্টোবর বিকেল ৫ টায় সাহিত্য এবং নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি ১১ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য জানালেন সাকিব Apr 25, 2024
img
গাজায় ২০ জনকে জীবন্ত কবর দেয়ার অভিযোগ Apr 25, 2024
img
দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর Apr 25, 2024
img
শিক্ষক নিয়োগ: পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে হাতে পৌঁছে যেত উত্তরপত্র Apr 25, 2024
img
বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমরা লজ্জা পাই: পাকিস্তানের প্রধানমন্ত্রী Apr 25, 2024
img
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস Apr 25, 2024
img
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম Apr 25, 2024
img
চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ Apr 25, 2024
img
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের Apr 25, 2024
img
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত শনিবার: শিক্ষা প্রতিমন্ত্রী Apr 25, 2024