তুরস্কে অস্ত্র রপ্তানি বন্ধ করল ফ্রান্স এবং জার্মানি

সিরিয়ায় কুর্দি জনগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর কারণে তুরস্কে অস্ত্র রপ্তানি স্থগিত করছে ফ্রান্স এবং জার্মানি।

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানায় ইরানভিত্তিক সংবাদ মাধ্যম পার্সটুডে।

শনিবার ফ্রান্সের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে বলেছে, কুর্দি গেরিলাদের বিরুদ্ধে যে সমস্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম তুর্কি সেনারা ব্যবহার করতে পারে তার সবই আঙ্কারার কাছে রপ্তানি করা বন্ধ থাকবে। এর কয়েক ঘণ্টা আগে জার্মান সরকার তুরস্কের কাছে অস্ত্র রপ্তানি স্থগিত রাখার ঘোষণা দেয়। জার্মানি হচ্ছে তুরস্কের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ।

এর আগে ফিনল্যান্ড, নরওয়ে এবং নেদারল্যান্ড তুরস্কের কাছে অস্ত্র রপ্তানি স্থগিত করার ঘোষণা দেয়। এছাড়া, সোমবার লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক কমিটি বৈঠকে বসে সম্মিলিতভাবে ইইউ’র দৃষ্টিভঙ্গি প্রকাশ করবে।

বুধবার থেকে তুরস্কের সামরিক বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে ওয়াইপিজি গেরিলা গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: