দিল্লির বায়ুদূষণের জন্য দায়ী পাকিস্তান ও চীন: বিজেপি নেতা

দিল্লির ভয়াবহ বায়ুদূষণের জন্য পাকিস্তান ও চীনকে দায়ী করেছে ভারতীয় জনতা পার্টির(বিজেপি) এক নেতা।

উত্তর প্রদেশের বিজেপি নেতা বিনীত আগারওয়াল শারদা দাবি করেছেন, এই দুটি প্রতিবেশী দেশের যে কোনো একটি ভারতে বিষাক্ত গ্যাস ছেড়ে দিয়ে থাকতে পারে।

‘আমাদের নিয়ে ভীত কোনো প্রতিবেশী দেশ এই বিষাক্ত গ্যাসগুলো ছাড়তে পারে এমন সম্ভাবনা আছে। পাকিস্তান বা চীন আমাদের ভয় পায় বলে মনে হয় আমার। পাকিস্তান কোনো বিষাক্ত গ্যাস ছেড়েছে কিনা অবশ্যই আমাদের তা গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে’- বলেন বিনীত আগারওয়াল শারদা।

পাকিস্তান হতাশা থেকে এমন কাজ করছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, 'যখনই পাকিস্তান ভারতের সঙ্গে কোনো যুদ্ধে জড়িয়েছে, তখনই পরাজিত হয়েছে। প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহ আসার পর থেকেই পাকিস্তান হতাশ হয়ে পড়েছে।’

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ