পাঁচ একর জমি দরকার নেই, আমাদের করুণা করবেন না: ওয়াইসি

অযোধ্যা নিয়ে ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ে সন্তুষ্ট নন দেশটির মুসলিম নেতারা। শনিবার রায়ের পর অল ইন্ডিয়া মজলিস-ই- ইত্তেহাদুল মুসলেমিনের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসিও রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, বাবরি মসজিদ-রামমন্দির বিতর্ক নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে আমি সন্তুষ্ট না। সুপ্রিম কোর্ট প্রকৃতপক্ষে সর্বোচ্চ কিন্তু ভুলের ঊর্ধ্বে না।

তিনি বলেন, ‘সংবিধানে আমার পূর্ণ আস্থা রয়েছে। আমাদের ন্যায্য অধিকার নিয়ে আমরা লড়াই করে যাচ্ছি। দান করা পাঁচ একর জমি আমাদের দরকার নেই।’

তিনি বলেছেন, অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল’ বোর্ডের সঙ্গে তিনি একমত। তারাও রায়ে অসন্তোষ প্রকাশ করেছে।

তিনি বলেন, 'আমরা আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আমার মতামত হচ্ছে, পাঁচ একর ভূমি দানের বিষয়টি আমাদের প্রত্যাখ্যান করা উচিত। আমাদের করুণা করবেন না।’

 

টাইমস/এসআই

Share this news on: