যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ নয়জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ১২ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুই শিশু ও বিমানের পাইলটসহ ৯ আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার আইডাহো ফলস রিজিওনাল এয়ারপোর্টের উদ্দেশে উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়। কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ব্রুল কাউন্টির স্টেট অ্যাটর্নি টেরিজা মুল রসো এক বিবৃতিতে জানিয়েছেন, নিহত ৯ জনের মধ্যে দুটি শিশু ও বিমানটির পাইলট রয়েছেন। বিমানটিতে ১২ জন আরোহী ছিলেন। তিন জীবিতকে চিকিৎসার জন্য সিউ ফলস শহরে নিয়ে যাওয়া হয়েছে।

ফেডারেল বিমান চলাচল প্রশাসনের (এফএএ) মুখপাত্র লিন লাসনফোর্ড জানিয়েছেন, স্থানীয় সময় দুপুরের একটু আগে তুষার ঝড়ের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। প্লাটিস পিসি-১২ বিমানটি আইডাহো ফলস রিজিয়নাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

ব্রুল বাফেলো কাউন্টির জরুরি বিভাগ বলেছে, আবহাওয়া জনিত কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। ইতোমধ্যে এ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এফএএ এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ড।

তবে ব্রুল বাফেলো কাউন্টির জরুরি বিভাগ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

টুইটারে দেওয়া পোস্টে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, অঞ্চলটিতে ঘণ্টায় এক ইঞ্চি পরিমাণ তুষারপাত হচ্ছে। ফলে দৃশ্যমানতা এক মাইলেরও নিচে নেমে গেছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: