কমিটি নিরপেক্ষ হলে আমিই নোবেল পেতাম: ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কার নিয়ে আবারো আক্ষেপ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘শান্তিতে আমিই নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। যুদ্ধ থামালাম আমি আর পুরস্কার পেল অন্য কেউ।’

বৃহস্পতিবার ওহাইওর টলেডোতে সমর্থকদের এক সমাবেশে এমন মন্তব্য করেন ট্রাম্প। খবর বিবিসির।

এর আগে গত বছর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার পরেই ট্রাম্প অভিযোগ করেন, নোবেল পুরস্কার নিরপেক্ষভাবে দেওয়া হয় না। তিনি তখন বলেছিলেন, ‘আয়োজকরা এটি যথাযথভাবে দেয় না। এটা ঠিক না। কাজটা পক্ষপাতহীন হলে অনেক কিছুতেই আমি নোবেল পেতাম।’

এ নিয়ে আবারো মুখ খুললেন ট্রাম্প। এদিন সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, (আফ্রিকার দুই দেশ) ইথিওপিয়া-ইরিত্রিয়ার দীর্ঘ দিনের সীমান্ত যুদ্ধ ও সংঘর্ষ বন্ধের জন্য গত বছর ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের শান্তিতে নোবেল পাওয়ার কথা নয়, ওটি আসলে আমারই প্রাপ্য। কারণ আমিই মূলত ওই দুই দেশের মধ্যে শান্তি চুক্তির ব্যাপারে কাজ করেছি।

তিনি বলেন, ‘আমি একটি চুক্তি করলাম। একটি দেশকে রক্ষা করলাম। আর আমি শুনতে পেলাম ওই দেশেরই প্রধান দেশ রক্ষার জন্য নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন। এজন্য আমি কী করতে পারতাম? হ্যাঁ আপনারা জানেন এভাবেই চলে।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি একটি বড় যুদ্ধ থেকে রক্ষা করেছিলাম। এভাবে অনেকবার করেছি।’

 

টাইমস/এইচইউ

Share this news on: