 
            ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি হলেন জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হয়েছেন।
সোমবার রাজধানী দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে সর্বসম্মতিক্রমে জে পি নাড্ডার কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। তিনি আগামী তিন বছরের জন্য সভাপতির দায়িত্ব পালন করবেন।
এর আগে গত এক বছর ধরে জে পি নাড্ডা বিজেপির কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
সোমবার বিজেপির কার্যালয়ে দলটির সভাপতি নির্বাচনে ভোটাভুটি চলাকালীন উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সভাপতি অমিত শাহ, রাজনাথ সিংহ, নিতিন গডকরী, বিজয় রুপানি, বিজয় গোয়েল, বাবুল সুপ্রিয় প্রমুখ।
টাইমস/এসএন/এইচইউ